কলকাতা 

ইডির তলব পেয়ে রবিবার গভীর রাতে সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকা মেনকা গম্ভীর, কেন গভীর রাতে ডেকে পাঠানো হলো মহিলাকে ? তা নিয়ে উঠছে প্রশ্ন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কয়লা পাচার কাণ্ডে রবিবার দিনগত রাত্রে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে রীতিমতো নাটকীয় পরিস্থিতি তৈরি হলো। ঘটনার বিবরণে জানা গেছে, কয়লা পাচার মামলায় ঐদিন রাত্রি সাড়ে বারোটায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকা মেনকা গম্ভীরকে ডেকে পাঠায় ইডি।

রবিবার রাত সাড়ে ১২ নাগাদ তাঁকে তলব করা হয়েছিল বলে এক টেলিভিশন চ্যানেলে দাবি করেছেন মেনকার আইনজীবী। সেই মতোই আইনজীবীকে সঙ্গে নিয়ে নির্ধারিত সময়ের কিছু ক্ষণ আগে ইডি দফতরে পৌঁছে যান অভিষেকের শ্যালিকা। বেশ কিছু ক্ষণ হাতে নোটিস নিয়ে অপেক্ষা করার পর কাউকে না দেখতে পেয়ে তাঁরা ফিরে যান।

Advertisement

একটি টিভি চ্যানেলে এই প্রসঙ্গে মেনকার আইনজীবী জানান, ১২ সেপ্টেম্বর ‘টুয়েলভ থার্টি এএম’-এ মেনকাকে তলব করেছিল ইডি। সেই মতোই তাঁরা ওই সময়ে সিজিও কমপ্লেক্সে যান। মেনকা বলেন, ‘‘আমায় নোটিস পাঠিয়ে রাত সাড়ে ১২টায় ডাকা হয়েছিল, সেই মতো এসেছি।’’ কিন্তু সিজিও কমপ্লেক্সে ঢোকার মূল ফটক তালাবন্ধ ছিল সেই সময়। এর পর ইডি দফতরের গেটে নিরাপত্তারক্ষীকে মেনকারা জানান যে, তাঁদের ডাকা হয়েছিল বলেই তাঁরা এসেছেন। এ কথা শোনার পর গেট খুলে দেন রক্ষী। তার পর হেঁটে লিফটে করে ইডির অফিসে যান মেনকারা। সে সময় অফিস তালাবন্ধ ছিল বলে দাবি করা হয়েছে। কিছু ক্ষণ অপেক্ষার পর কারও সাড়া না পেয়ে ফিরে যান। রাত সাড়ে ১২টা নাগাদ মেনকাকে ইডির তলব কেন, তা স্পষ্ট হয়নি।

রাত্রি সাড়ে বারোটার সময় কেন একজন মহিলাকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মত কোন মহিলাকে সন্ধ্যে ছটার পর আর পুলিশ তলব করতে পারেনা এমনকি গ্রেপ্তার করতে পারেনা । তবু কেন এই ঘটনা ঘটলো তা নিয়ে অবশ্যই তদন্ত হওয়া উচিত ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ