জেলা 

জয়পুরের চকজনার্দ্দন নেতাজী সংঘের উদ্যোগে ও চকজনার্দ্দন উত্তর পাড়ার বারোয়ারী দূর্গাপুজো ১৮ বছরে পড়ল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাবু হক :  হাওড়া জেলার জয়পুর থানার আমতা বিধানসভা কেন্দ্রের আমরাগড়ি গ্রাম পঞ্চায়েতের পুলদুলচের বাঁধে বা অমরাগড়ি বকুলতলা _জয়পুর উত্তর বেড়বাঁধ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার পথের পাশে , চকজনার্দ্দন নেতাজী সংঘের উদ্যোগে ও চকজনার্দ্দন উত্তর পাড়া বারোয়ারী সহযোগিতায় ১৮ মতো দুর্গোৎসব পালন হচ্ছে জোরদার । ১৪-১৯  অক্টোবর পর্যন্ত দুর্গোৎসব পালিত হবে সংঘের সভাপতি প্রশান্ত সামুই জানান,১১০ সদস্য নিয়ে গঠিত  হয়েছে পূজা কমিটি । পূজা কমিটির সহ-সভাপতি রাম মণ্ডল জানান আমাদের গ্রামে দূর্গা পূজা হতো না ,এখান কার ছেলে মেয়ে বাচ্চাদের নিয়ে পার্শ্ববর্তী এলাকায় পূজা দেখতে যেতে হতো তাই আমরা সবাই আলোচনা করে আজ থেকে ১৮ বছর পূর্বে দূর্গা পূজা চালু করি । দেখতে দেখতে ১৮ বছর ধরে মায়ের পূজা উদযাপনে সকলে সহযোগিতা করতে এগিয়ে আসেন।

ক‍্যাশিয়ার সুজন সামুই আমাদের প্রতিনিধিকে জানান আমাদের সাধ‍্যমতো আমারা শিশু ও মহিলাদের জন্য মনোরঞ্জন করতে নানান ধরনের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি ও উপস্থিত ভক্ত সকলকে মায়ের ভোগ সিন্নি বিতরণ করে থাকি । আট থেকে আশি বছরের মহিলা ও পুরুষ উভয়েই বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে শোভাযাত্রা সহকারে এলাকা পরিক্রমা করে চকজনার্দ্দন দক্ষিণ মনষাতলার পুকুরে মাকে বিসর্জন দেওয়া হয় ।

Advertisement

এই প্রতিনিধিকে আরো বলেন যে পূজা উদযাপন অনুষ্ঠান চিরাচরিত নিয়ম মেনে করে যাচ্ছি, আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকেন জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সকলের সহযোগিতায় এগিয়ে চলেছি।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three × 2 =