জেলা 

জনপ্রিয় আমতা ফেসবুক গ্রূপের সকলের সাথে সকলের পাশে থাকার অঙ্গীকার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাবু হক : জনপ্রিয় আমতা একটি ফেসবুক গ্রূপ, আমরা গ্রূপ টি চালু করি  এবছরের ৩ জুন  এই গ্রূপটা পরিচালনা করেন সাতজন এডমিন ও দু জন মডেরেটর।(দুই জন অভিভাবক আছেন আমাদের গ্রূপে কার্তিক চন্দ্র ঘোষ মহাশয় এবং অনির্বান পাত্র মহাশয়) বর্তমান গ্রূপের মেম্বার সংখ্যা ৩৩00+ যেখানে আমরা আড্ডার সাথে সাথে কিছু সামাজিক মূলক কাজ করে থাকি। আসন্ন দুর্গাপূজা ২০১৮ এবছর আমরা মহা পঞ্চমীর দিন অর্থাৎ ১৪ অক্টোবর রবিবার ২০১৮, সময় সকাল 10 ঘটিকায় । আমরা ১৮০জন দুঃস্থ বাচ্চা ও বৃদ্ধ-বৃদ্ধাদের নতুন বস্ত্র প্রদান ও শুকনো খাবার যেমন প্যাকেটিং ময়দা সুজি ছাতু তৈল জাতীয় জিনিস সকল কে টিফিন আমরা প্রদান করা হয়েছে ।, ভাতেঘড়ি পশ্চিম পাড়া জয়পুর থানার অন্তর্গত একটি দুঃস্থ গ্রামে, এর আগেও আমরা সামাজিক মূলক কাজ করেছি ।,রাখি পূর্ণিমার দিন আমরা ৪০০ জন পথযাত্রীদের রাখি পরিয়েছি সাথে মিষ্টি মুখ করিয়েছি, আমাদের এই গ্রূপ থেকে হাওড়া জেলার ছেলে ২০১৮ উচ্চমাধ্যমিকের প্রথম স্থান অধিকারী সপ্তর্ষী মন্ডল (ঝিকিরা স্কুলের স্টুডেন্ট) কে আমাদের সংস্থার পক্ষ থেকে সম্মানিত করেছি । , আমাদের গ্রূপের মূল উদ্দেশ্য গরীব এবং দুস্থ মানুষদের পাশে থাকা যতটা সম্ভব আমরা চেষ্টা করে থাকি যাতে গরীব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর। এই কাজগুলো করার জন্য আমাদের গ্রূপের যে সকল সদস্য সদস্যরা আছেন তাদের সহযোগিতার তাদের সাহায্য নিয়েই আমরা এগুলো করে থাকি। এই গ্রূপের সকল সদস্য সদস্যরা খুবই ভালো এবং সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দেন,সকলের ভালোবাসা জন্যই আমার কাজগুলো করতে পারি।
এই ফেসবুক গ্রূপ টা শুধু আমাদের কাছে একটা ফেসবুক গ্রূপ না এটা একটা পরিবারের মতন যেখানে কোনো রকম পার্টি পলিটিক্স ছাড়া আমরা এটাকে পরিচালনা করি আমাদের এই সংস্থায় কোন রকম অশ্লীল ভাষা ও অশ্লীল ফটো ভিডিও বা কোন মেম্বার সদস্য সদস্যাদের অপমানজনক কথাবার্তা কিছুই হয় না,আমরা সকলে একসাথে মিলেমিশে হৈ-হুল্লোড় আড্ডা মারি এবং সামাজিক মূলক কাজের আলোচনা করে থাকি।
আমরা আমাদের এই ফেসবুক গ্রূপের পক্ষ থেকে সকল বন্ধু বান্ধবী দের অনুরোধ করবো আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য যাতে করে আমরা সবাই মিলে আরো বড় আরো ভালো সামাজিক মূলক কাজ করতে পারি।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

8 − six =