জেলা 

দাঁড়িভিট কাণ্ডের ২৮ দিন পর প্রকাশ্যে এলেন স্কুলের প্রধান শিক্ষক

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

জামিতুল ইসলাম : দাঁড়িভিট স্কুলে গুলিবিদ্ধ হয়ে ছাত্র মৃত্যু ঘটনার আঠাশ দিন পর প্রকাশ্যে এলেন দাঁড়িভিট হাইস্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ কুন্ডু। শনিবার ইসলামপুরের বিধায়ক তথা চ্যেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়ালের সঙ্গে দেখা করেন দাঁড়িভিট হাইস্কুলের অন্যান্য শিক্ষকরা।
দাঁড়িভিট হাইস্কুলের দুজন ছাত্র গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন আজ থেকে প্রায় এক মাস আগে। এরপর থেকে ছাত্র মৃত্যুর ঘটনা নিয়ে উঠে নানা প্রশ্ন । তখনও দেখা মেলেনি দাঁড়িভিট হাইস্কুলের প্রধান শিক্ষকের।

শনিবার ঘটনার আঠাশ দিন পর প্রকাশ্যে এলেন দাঁড়িভিট হাইস্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ কুন্ডু। এরপরই স্কুলের শিক্ষকরা ইসলামপুরের বিধায়ক তথা চ্যেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়ালের সঙ্গে দেখা করেন। সেই সময় প্রধান শিক্ষক অভিজিৎ কুন্ডুকে দেখেই উত্তেজিত হয়ে পড়েন কানাইয়ালাল আগরওয়াল। এরপরই বিধায়ক প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করেন ১৮ সেপ্টম্বরের পর ২০ সেপ্টম্বর ওই দুই শিক্ষককে কেন জয়েন্ট করালেন? যদিও এই প্রশ্নের কোন জবাবই দিতে পারেননি অভিজিৎ বাবু। অন্যদিকে বৈঠকের পর প্রধান শিক্ষক অভিজিৎ কুন্ডু জানান,স্কুল খোলার বিষয়ে আলোচনা শুরু হয়েছে। হয়তো খুব শীঘ্রই আবার স্কুল খুলবে।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fourteen + two =