কলকাতা 

মানুষের তিনটি প্রধান অবলম্বন রুটি-কাপড়া-মাকান-এর সুরক্ষিত করার জন্য আমরা কাজ করছি, তাই আমাদের দৃঢ় বিশ্বাস ২০২১-এ আমাদের ছাড়া সরকার হবে না : ইমতিয়াজ আহমেদ

শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ইমতিয়াজ আহমেদ মোল্লা- পশ্চিমবাংলার রাজনৈতিক আঙিনায় পরিচিত মুখ । তাঁর বক্তব্য দেওয়ার ক্ষমতা ও সাংগঠনিক দক্ষতায় যেকোনো বড় রাজনৈতিক দলের কাছে তিনি গ্রহণযোগ্য হতে পারতেন। কিন্ত তিনি বিশ্বাস করেন কোনো মনুবাদী রাজনৈতিক দল এদেশের সংখ্যালঘু – দলিত স্বার্থে কোনো কাজ করবে না। তাই তিনি নিজেই গড়ে তুলেছেন ডেমোক্রেটিক ন্যাশনাল পার্টি । তাঁর পার্টির উদ্দেশ্য- লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বাংলার জনরব নিউজ পোর্টালের মুখোমুখি । আজ শেষ কিস্তি ।

প্রশ্ন : আগামী লোকসভা নির্বাচনে আপনারা কী রাজ্যের সব আসনেই  প্রার্থী দেবেন ?

Advertisement

ইমতিয়াজ আহমেদ : অবশ্যই সব আসনেই প্রার্থী দেব । কারণ অনেক দলিত-আদিবাসী সংগঠনের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করছে । আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে প্রার্থী দেব ।

প্রশ্ন : আপনি সম্প্রতি বলেছেন ২০২১-এ সরকার গঠন করতে হলে আমাদের প্রয়োজন হবে । এ কথার তাৎপর্য কী ?

ইমতিয়াজ আহমেদ :  অবশ্যই প্রয়োজন হবে । আদিবাসী-দলিত-মুসলিমরা ভাল রাজনীতিবিদ খুজছেন । সৎ-আদর্শ রাজনীতিবিদ পেলে এই সমাজ লুফে নেবে । আমরা সুশীল সমাজ গড়ার লক্ষ্য নিয়ে মানুষের কাছে যাচ্ছি । তাঁদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি । আমরা মানুষকে বলছি ,আমরা যদি রাজনৈতিক ক্ষমতায় আসতে পারি তাহলে নারীর মর্যাদা সুরক্ষিত হবে । আমরা বলছি মানুষের অধিকারকে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যাব । ধর্ম নিয়ে নয়, জাত-পাত নয় , সুশীল সমাজ গড়ার লক্ষ্যে মানুষের তিনটি প্রধান অবলম্বন রুটি-কাপড়া-মাকান-এর সুরক্ষিত করার লক্ষ্যে আমরা কাজ করাত চাই । আমাদের এই সুনির্দিষ্ট দিশার প্রতি মানুষের সমর্থন পাব এই প্রত্যাশা আমাদের রয়েছে । ২০২১ এখনও তিন বছর বাকী আছে এর মধ্যেই আমাদের এই বার্তাকে বাংলার ঘরে ঘরে পৌছে দেব । এখন থেকেই আমরা যে সাড়া পাচ্ছি তা দেখে বলা যেতেই পারে ২০২১-এ আমাদের ছাড়া সরকার হবে না।

 


শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three × 4 =