বিজ্ঞানের খুঁটিনাটি হাতেনাতে করে দেখলো পাবদাড়া হাই মাদ্রাসার খুদে পড়ুয়ারা, উদ্যোগে বিজ্ঞান দরবার
নায়ীমুল হকের প্রতিবেদন: খুদে পড়ুয়াদের চোখ মুখগুলো উজ্জ্বল হয়ে উঠছিল বারে বারে। গতকাল যখন উত্তর ২৪ পরগনার পাবদাড়া হাই মাদ্রাসায় ছেলেমেয়েরা একের পর এক বিজ্ঞানের নানান পরীক্ষা-নিরীক্ষা হাতে-কলমে করে দেখছিল। বিজ্ঞানের বিভিন্ন ঘটনা, যা এতদিন ছিল নেহাতই ছাপার অক্ষরে বইয়ের পাতায়, তা এবার হাতে-নাতে পরখ করতে পেরে মহা বিজয়ের একরাশ আনন্দ যেন তাদের ঘিরে ধরেছে।
এদিনের আয়োজন ছিল কাঁচরাপাড়ার ‘বিজ্ঞান দরবার’ ও পাবদাড়া হাই মাদ্রাসার যৌথ উদ্যোগে। কিশোর মতি ছাত্র-ছাত্রীদের জন্য কর্মশালার মূল লক্ষ্য ছিল, বিজ্ঞান বোঝো হাতে-নাতে এবং সহজে। কর্মশালাটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন বিজ্ঞান দরবারের পক্ষে বিজ্ঞান অন্বেষক পত্রিকার প্রকাশক বিশিষ্ট শিক্ষক জয়দেব দে এবং অভিজিৎ চাকলাদার। তাঁদের সঙ্গে সঙ্গে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় হাত লাগায় ছাত্রছাত্রীরা। তারাও পরখ করে দেখে নেয় বিভিন্ন ঘটনার কারণ এবং ফলাফল। আলোর বিভিন্ন ধর্ম, চৌম্বক ক্ষেত্র, বায়ুর চাপ এরকম নানান খুঁটিনাটি বিষয়গুলো তারা বেশ বুঝতে পারে।
মাদ্রাসার সকল শিক্ষককে সঙ্গে নিয়ে প্রধান শিক্ষক জিয়াউর রহমান বলেন, বিজ্ঞানের সঙ্গে সঙ্গে অন্যান্য বিষয়ের উপরও হাতে-কলমে করে দেখানোর উপর জোর দিচ্ছি আমরা। যাতে পড়াশোনার সঙ্গে সঙ্গে আমাদের ছাত্র-ছাত্রীরা দৈনন্দিন ব্যবহারিক জীবনের একটা মেলবন্ধন করে উপভোগ করতে পারে বিদ্যালয় এবং এখানকার পড়াশোনাকে। বিশেষ করে অতিমারির দু বছর সময় কাল এবং তার পরবর্তীতে পড়াশোনার যে একটা বৈষম্য সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে একটা ফাঁক, তা পূরণ করতে এ ধরনের কার্যক্রম।
তিনি আরো বলেন, ছাত্র-ছাত্রীদের উন্নতিকল্পে পড়াশোনার পাশাপাশি এ ধরনের আরো উদ্যোগ নেয়া হবে আগামী দিনে। বিভিন্নভাবে যাঁরা এই অনুষ্ঠান বাস্তবায়নে হাত বাড়িয়ে দিয়েছেন, তাঁদের প্রত্যেককে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান শিক্ষক জিয়াউর রহমান এবং মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা।