দেশ 

বাবরি মসজিদ ধ্বংস মামলা থেকে শুরু করে গোধরা অশান্তি মামলার সমস্ত পিটিশনের নিষ্পত্তি করল শীর্ষ আদালত, শুধু চলবে তিস্তার তদন্ত জানালো সুপ্রীম কোর্ট

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: বাবরি মসজিদ ধ্বংস মামলা থেকে শুরু করে গোধরা অশান্তি মামলার সমস্ত পিটিশন শীর্ষ আদালত বন্ধ করে দিল। আজ থেকে এ বিষয়ে কোনো মামলা আর শীর্ষ আদালতে চলবে না বলে জানিয়ে দেয়া হয়েছে। একমাত্র সমাজকর্মী তিস্তা শীতলাবাদ মামলাটা সুপ্রিম কোর্ট দেখবেন বলে জানা গেছে।

শীর্ষ আদালতের তরফে বলা হয়েছে, ২০১৯ সালে বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা করা হয়েছিল। সেই রায়ের প্রেক্ষিতে অন্য মামলাগুলির কোনও অর্থ হয় না। অন্যদিকে গোধরা পরবর্তী সাম্প্রদায়িক অশান্তি ঘিরে যা মামলাগুলি হয়েছিল, তার অধিকাংশেরই তদন্ত সম্পূর্ণ করেছে বিশেষ দল। তাই এই সুপ্রিম কোর্টে এই মামলাগুলির বিচার করার দরকার নেই।

Advertisement

মঙ্গলবার শীর্ষ আদালতের তরফে বলা হয়েছে, রাম জন্মভূমি বনাম বাবরি মসজিদ মামলা নিয়ে যা রায় দেওয়া হয়েছিল, তারপরে বেশ খানিকটা সময় কেটে গিয়েছে। তাই আদালতের রায়কে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলাগুলি ভিত্তিহীন। গোধরা কাণ্ডের পরে গুজরাটের সাম্প্রদায়িক হিংসা সংক্রান্ত ন’টি মামলা দায়ের করা হয়েছিল। তার মধ্যে আটটি মামলার তদন্ত করেছে সুপ্রিম কোর্ট নিযুক্ত বিশেষ তদন্তকারী দল। সেই কারণেই এই দু’টি ঘটনা সংক্রান্ত মামলা চালিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই।

সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলাগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে। এই কথা ঘোষণা করার পরে আরও জানানো হয়েছে, “ইতিমধ্যেই মামলাগুলি সম্পর্কে রায় দিয়েছে বৃহত্তর বেঞ্চগুলি। নতুন করে বিচার করার জন্য আর কিছুই বাকি নেই। একই মামলা বারবার বিচার করার অর্থ মৃত ঘোড়াকে টেনে নিয়ে যাওয়া। আবেদনকারীদের মধ্যে অনেকেই মারা গিয়েছেন। সবমিলিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মামলাগুলি বন্ধ করে দেওয়াই ভাল।”

তবে সমাজকর্মী তিস্তা শীতলবাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত করবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। ২০০২ সালে গুজরাট হিংসার পরে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয় তিস্তার বিরুদ্ধে। গত জুন মাসে তাঁকে গ্রেফতার করা হয়। কিছুদিন আগেই তিস্তার বিরুদ্ধে অভিযোগ ঘিরে গুজরাট সরকারের কাছে জবাব তলব করেছিল সুপ্রিম কোর্ট। গুজরাট সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, তিস্তার বিরুদ্ধে তদন্ত প্রায় শেষ হয়ে এসেছে। সামান্য কিছু সংশোধনের পরেই তা আদালতে পেশ করা হবে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ