দেশ 

পুজোয় সরকারি অনুদান মামলায় এবার সুপ্রিম কোর্টেও জয় পেলেন মমতা সরকার

শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার জয়ী হলেন । এবার সুপ্রিম কোর্টে । আসন্ন দূর্গাপুজোয় ২৮ হাজার ক্লাবকে সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এরপরেই এনিয়ে এক আইনজীবী কলকাতা হাইকোর্টে মামলা করেন । সেই মামলায় কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয় রাজ্য সরকারের এই সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না আদালত । এরপরেই বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে হাইকোর্টের এই সিদ্ধান্তে স্থগিতাদেশ দেওয়ার জন্য আবেদন করা হয় । সেই আবেদনের শুনানীতে শুক্রবার সুপ্রিম কোর্ট এই মামলা খারিজ করে দেয় । শুক্রবার দেশের সর্বোচ্চ আদালত স্পষ্টতই জানিয়ে দেয়, রাজ্য সরকারের তরফে পুজো কমিটিগুলিতে প্রদেয় অনুদানে স্থগিতাদেশের প্রয়োজন নেই। তবে রাজ্য সরকারকে আগামী সপ্তাহের মধ্যে অনুদান দেওয়ার কারণ সুপ্রিম কোর্টকে সবিস্তারে জানাতে হবে।

এর আগেই অবশ্য এই একই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টে রাজ্য জানায়, পথ নিরাপত্তার স্বার্থে প্রচারের উদ্দেশে পুজো কমিটিগুলিকে এই অনুদান দেওয়া হচ্ছে। সে সময় অবশ্য আবেদনকারীর তরফে প্রশ্ন তোলা হয়, তা হলে অনুদান বিতরণের কাজ কেন পুলিশের মাধ্যমে করা হচ্ছে না?রাজ্য সরকারের তরফে নিযুক্ত আইনজীবী কপিল সিবাল আদলতের কাছে জানান, সমস্ত অনুদানই নিয়ম মেনে ব্যাঙ্ক চেকের মাধ্যমে দেওয়া হচ্ছে। এবং অনুদানের অর্থের হিসাব অন্তর্ভুক্ত হবে।

Advertisement

শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three × one =