জেলা 

দেগঙ্গায় মক পার্লামেন্ট ও বিদ্যালয় পরিদর্শনে জেলাশাসক

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদন, দেগঙ্গা : পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সোম ও মঙ্গলবার, দেগঙ্গা ব্লক প্রশাসনের উদ্যোগে যুব সংসদ অধিবেশন ও ক্যুইজ অনুষ্ঠান সম্পন্ন হয় পঞ্চায়েত সমিতির উত্তরণ সভাকক্ষে। শিক্ষার্থীদের সাংবিধানিক দায়বদ্ধতা শেখানোর অভিনব কৌশল গ্রহণ করার মধ্যে দিয়ে সৃজনশীল ভাবধারা ফুটিয়ে তোলার যে কৌশল গ্রহণ করেছে দেগঙ্গা প্রশাসন তা সাড়া ফেলে দিয়েছে জেলা জুড়ে। রাজ্য বিধানসভার সচিবালয়ের প্রতীকি বৈশিষ্ট্য সাধারণ মানুষের সামনে তুলে ধরার মধ্যে দিয়ে এলাকার ছাত্রছাত্রীদের দ্বারা প্রচারিত অনুষ্ঠান যথেষ্ট সাড়া পড়ে গেছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে ছাত্রছাত্রীদের প্রশংসা করতে দেখা যায় জেলাশাসক শ্রী শরদ কুমার দ্বিবেদীকে। পাশাপাশি জেলাশাসক দেগঙ্গার বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হয়ে মিড ডে মিলের খাবারের গুণগত মান জানতে চায়।মহাকুমা শাসক সোমা সাউ শিক্ষার্থীদের পারফরম্যান্সে খুশি হয়ে এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে সৃজনশীল ভাবধারা ফুটিয়ে তোলার আহ্বান করেন।উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের জন্য রাজ্যের জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান করে চলেছে তা অত্যন্ত ফলপ্রসূ হচ্ছে। তাই তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনে এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে সামাজিক দায়বদ্ধতা আরো বেশি ফুটিয়ে উঠবে সমাজের মধ্যে।

Advertisement

পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজী বলেন, এলাকার বিভিন্ন উচ্চবিদ্যালয় থেকে শিক্ষার্থীদের উপস্থিতিতে যে ধরনের মক্ পার্লামেন্ট অনুষ্ঠিত হলো তা নজিরবিহীন। শিক্ষার্থীদের মধ্যে এত ট্যালেন্ট সত্যিই প্রশংসার দাবি রাখে। সমষ্টি উন্নয়ন আধিকারিক সুব্রত মল্লিক ছাত্র-ছাত্রী উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করার পাশাপাশি এই জাতীয় অনুষ্ঠান ভবিষ্যতে আরও বেশি বেশি করা হবে বলে জানায়। অনুষ্ঠানে আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ঊষা দাস, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অসিত মন্ডল, লিয়াকত আলী, প্রধান শম্পা কাহার প্রমুখ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ