কলকাতা 

রাজ্যের তিনটি লোকসানে চলা কেন্দ্রীয় সংস্থাকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : কেন্দ্র সরকার রাজ্যের তিনটি কেন্দ্রীয় সংস্থাকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘদিন ধরে রুগ্ন ও লোকসানে চলার কারন দেখিয়ে রাজ্যে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের অধীনস্থ বিকো লরি লিমিটেড ও কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল জুট ম্যানুফ্যাকচার্স কর্পোরেশন লিমিটেড ও তার সহযোগি সংস্থা বার্ডস জুট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেডকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, ভারতে খনিজ ও পরিশুদ্ধ তেল উৎপাদনের প্রয়োজনীয় সামগ্রী তৈরি করার জন্যে ১৯১৯ সালে ব্রিটিশ ইন্ডিয়া ইলেকট্রিক কন্সট্রাকশন কোম্পানী নামে এটি যাত্রা শুরু করে। পরে এর নাম পরিবর্তন করে বিকো লরি সংস্থা তৈরি করা হয়। কলকাতায় তার শাখা রয়েছে। এখানকার কর্মীদের স্বেচ্ছাবসর প্রকল্পের আওতায় আনা হয়েছে।
উল্লেখ্য, গত এক দশকে এই সংস্থাটি্র ১৫৩ কোটি ৯৫ লক্ষ টাকা লোকসান হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার কাকিনাড়া ও খড়দা তে বাকি দু’টি সংস্থার ইউনিটে কয়েকশো কর্মী কাজ করেন।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one + 17 =