জেলা 

বাগিচা শ্রমিকদের অন্তর্বর্তীকালীন বর্ধিত মজুরি দিচ্ছে না বলে অভিযোগ চা শ্রমিকদের যৌথ সংগঠনের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : উত্তরবঙ্গের ডুয়ার্সের বেশ কিছু চা বাগান কর্তৃপক্ষ রাজ্য সরকারের নির্দেশ অমান্য করে বাগিচা শ্রমিকদের অন্তর্বর্তীকালীন বর্ধিত মজুরি দিচ্ছে না বলে চা শ্রমিকদের যৌথ সংগঠন অভিযোগ করেছে।
সংগঠনের আহ্বায়ক জিয়াউল আলম বলেন, গত আগষ্ট মাসের ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী রাজ্য সরকার সেপ্টেম্বর মাস থেকে শ্রমিকদের দৈনিক মজুরি দশ টাকা ও চলতি মাস থেকে সাত টাকা হারে বৃদ্ধির কথা ঘোষনা করলেও বেশ কিছু বাগান কর্তৃপক্ষ সেই নির্দেশ অমান্য করে এখনও পুরনো ১৫৯ টাকা হারেই মজুরি দিচ্ছে।
এই নিয়ে রাজ্য সরকারকে জানান হয়েছে বলেও তিনি জানান। চলতি মাসেও যদি এই পরিস্থিতি চলে তবে আগামী মাস থেকে এই নিয়ে আবার তীব্র আন্দোলন শুরু হবে বলে সংগঠনের তরফে হুশিয়ারী দেওয়া হয়েছে।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

thirteen + 5 =