কলকাতা 

পুজোয় সরকারি অনুদান মামলা গেল সুপ্রিম কোর্টে, শুক্রবারই শুনানী ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : পুজো কমিটি বা ২৮ হাজার ক্লাবকে দূর্গাপুজোয় সরকারের পক্ষ থেকে যে অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে, সেই মামলায় হাইকোর্ট হস্তক্ষেপ করবে না বলে রায় দেওয়ার পর এবার সুপ্রিম কোর্টে পৌঁছে গেল এই মামলা। শুক্রবার এই মামলার শুনানি হওয়ার সম্ভবনা রয়েছে ।

পুজোয় ক্লাবগুলিকে অনুদান  দেওয়া নিয়ে সম্প্রতি হাইকোর্টে একটি  জনস্বার্থ মামলা দায়ের হয়। বুধবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিষ করগুপ্তের ডিভিশন বেঞ্চ সেই মামলাটি খারিজ করে জানিয়ে দেয়, পুজো অনুদান মামলায় রাজ্যের সিদ্ধান্তে নাক গলাবে না আদালত।

Advertisement

হাইকোর্টের এই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হল। হাইকোর্টের রায়ের ওপরে স্থগিতাদেশ চেয়ে আবেদন করা হয়েছে।

এ দিকে বৃহস্পতিবার থেকেই  চেক বিলি শুরু করল রাজ্য সরকার।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four × 1 =