দেশ 

“আমি আবার বলছি প্রধানমন্ত্রী দুর্নীতিগ্রস্থ। তিনি অনিল অম্বানির প্রধানমন্ত্রী”: রাহুল গান্ধী

শেয়ার করুন
  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বৃহস্পতিবার আবার রাফাল ইস্যুতে নতুন করে বোমা ফাটালেন একটি ফরাসি সংবাদ মাধ্যম । ফ্রান্সের মিডিয়াপোর্ট নামে একটি সংবাদ মাধ্যমে খবরে তুলে ধরা হয়েছে দসাল্তের এক আধিকারিক লইক সাগেলান তাঁর সহকর্মীদের উদ্দেশে জানিয়েছেন, কী ভাবে রিলায়েন্সের সঙ্গে তাঁদের সংস্থার চুক্তি  হয়েছে। সেখানে তিনি বলেছেন, ভারতের সঙ্গে ফ্রান্সের রাফাল যুদ্ধবিমান রফতানির বরাত দসাল্তের পক্ষে রিলায়েন্সকে দেওয়া হয়েছে বাধ্যতামূলক ভাবেই। এই শর্ত না মেনে উপায় ছিল না।

ফ্রান্সের সংবাদ মাধ্যমে দসাল্তের চুক্তি নিয়ে এই বিস্ফোরক খবর প্রকাশ করার কয়েক ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের দুর্নীতিগ্রস্থ বলে অভিহিত  করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রাহুল এদিন আক্রমণাত্মক ভঙ্গিতে বলেন, “আমি আবার বলছি প্রধানমন্ত্রী দুর্নীতিগ্রস্থ। তিনি অনিল অম্বানির প্রধানমন্ত্রী”।

Advertisement

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ফরাসী সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশ হওয়ার কয়েক ঘন্টা পরেই দিল্লিতে এআইসিসি-র দপ্তরে সাংবাদিক সম্মেলন করে বলেন, “এ থেকেই চূড়ান্ত ভাবে স্পষ্ট হয়ে যাচ্ছে দেশের প্রধানমন্ত্রী দুর্নীতিগ্রস্থ। হ্যাঁ, আবারও বলছি প্রধানমন্ত্রী মোদী দুর্নীতিগ্রস্থ।…দু:খের বিষয় যে, তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার ডাক দিয়েই প্রধানমন্ত্রী হয়েছিলেন”!এখানেই থেমে না থেকে রাহুল বলেন, “এই প্রধানমন্ত্রী মোটেই আপনাদের নয়। এই প্রধানমন্ত্রী অনিল অম্বানির”। একই সঙ্গে তিনি প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামণের উদ্দেশেও রাফাল বিতর্কের মাঝে ফ্রান্স সফর নিয়ে প্রশ্ন ছুড়ে দেন। তিনি বলেন, “আপনারা প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামণের দিকে তাকান। দেশ জুড়ে রাফাল নিয়ে বিতর্ক তুঙ্গে। এরই মাঝে তিনি ফ্রান্সের উদ্দেশে উড়ে গেলেন।…এটা কি দসাল্ত পরিদর্শন।…এটা হয়তো খুবই জরুরি ছিল”!

 

 

 


শেয়ার করুন
  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three − 2 =