কলকাতা 

পুরুলিয়ার বাজিতে এগিয়ে বিজেপি , প্রাক্তন বাম সাংসদকে যোগদান করিয়ে বাজিমাত মুকুলের

শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : পুরুলিয়ায় বাজি মাত করলেন বিজেপি । মমতা বন্দ্যোপাধ্যায় যা করতে পারলেন না । তা খুব সহজেই করে দিলেন মুকুল রায় । বামেদের ঘর ভেঙে বিজেপির ভোট বাক্সকে অনেকটাই ভরিয়ে দিলেন । এক সময়ের ফরওর্য়াড ব্লক সাংসদ এবং পুরুলিয়া জেলা কমিটির সম্পাদক নরহরি মাহাত যোগ দিলেন বিজেপি । প্রবীণ এই বাম নেতাকে দলে নিয়ে মুকুল রায় এক ঢিলে দুটি পাখি মারলেন ।

এরফলে যে পুরুলিয়া লোকসভা আসন জেতার দৌড়ে বিজেপি অনেকটাই এগিয়ে  গেল তা আর বলার অপেক্ষা রাখে না । বিজেপি এবার পশ্চিমবঙ্গকে পাখির চোখ করেছে ।সেই মতো কাজ শুরু হয়েছে। মুকুল রায়ের দাবি রাজ্য থেকে কমপক্ষে ২৬ টি আসন পাবে বিজেপি।

Advertisement

 দিন কয়েক আগে দলের রাজ্যের নির্বাচন কমিটির মাথায় মুকুল রায়কে বসান সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। নতুন পদে আসার পর থেকেই তৎপরতা শুরু করে দিয়েছেন মুকুল রায়। । বৃহস্পতিবার মুকুল রায়ের সঙ্গে বৈঠকের পর এবার বিজেপিতে যোগ দিলেন পুরুলিয়ার প্রাক্তন ফরওয়ার্ড ব্লক সাংসদ নরহরি মাহাত। বাম রাজনীতিতে পুরুলিয়ার পরিচিত মুখ নরহরি মাহাত। ১২ বছর ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক ছিলেন তিনি। ২০০৬ সালে পুরুলিয়া কেন্দ্র থেকে উপনির্বাচনে জয়ী হয়ে লোকসভায় যান। ২০০৯ সালেও ওই কেন্দ্র থেকেই জেতেন তিনি। তবে ব্যবধান অনেকটাই কমে গিয়েছিল। তবে ২০১৪-র নির্বাচনের তৃণমূলের কাছে হেরে যান তিনি।

তৃণমূলের ৮-১০ জনের সঙ্গে মুকুল রায়ের যোগাযোগের ইঙ্গিত করেছিলেন তৃণমূল নেত্রী মুকুল রায়। জবাবে তিনি বলেছিলেন, সাংসদ-মন্ত্রী-সহ কমপক্ষে ২০-২২ জনের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে। আর নরহরি মাহাতোকে বিজেপিতে আনার পর মুকুল রায় স্পষ্ট করে দিলেন, শুধু তৃণমূলই নয়, বামদলগুলির নেতাদের সঙ্গেও তাঁর সমান যোগাযোগ রয়েছে।


শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five × 1 =