কলকাতা 

ঢাকুরিয়ার বিনোদিনী স্কুল বুধবার খোলা থাকলেও এলাকা এখনও থমথমে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : কলকাতার ঢাকুরিয়ার বিনোদিনী গার্লস হাইস্কুলে বুধবারও অপ্রীতিকর পরিস্থিতি সামলানোর জন্য মোতায়েন ছিল পুলিশ ও র‌্যাফ। এলাকার পরিস্থিতি এখনও থমথমে । তবে স্বাভাবিক ছন্দে ফিরছে ঢাকুরিয়ার স্কুল। স্কুল কর্তৃপক্ষের দাবি, মর্নিং ও ডে উভয় সেকশনেই স্বাভাবিকভাবেই স্কুল চলেছে। তবে উভয় বিভাগেই পড়ুয়াদের উপস্থিতির হার কম।

শিশুশ্রেণির এক ছাত্রীকে স্কুলের একটি ঘরে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ ওঠে এক   শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনার জেরে গতকাল সকাল থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা। অভিযোগ, স্কুলে তাঁরা ভাঙচুরও করেন। এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। গতকাল চার অভিভাবককে গ্রেপ্তার করে পুলিশ।

Advertisement

আজ মর্নিং সেকশনে পড়ুয়াদের অধিকাংশই স্কুলে আসেনি। ডে সেকশনে পড়ুয়াদের উপস্থিতির হার ৫০ শতাংশেরও কম ছিল। যদিও এক অভিভাবক বলেন, “আজ স্কুলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। স্কুল চত্বরে র‌্যাফ ও পুলিশ মোতায়েন রয়েছে। আতঙ্কের কোনও কারণ নেই।”
এদিকে, নিরাপত্তার স্বার্থে আজ স্কুলে কোনও অভিভাবককে ঢুকতে দেওয়া হয়নি। স্কুলের পরিস্থিতি কেমন, তা জানতে প্রধান শিক্ষিকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, তাঁর বক্তব্য মেলেনি।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five × 2 =