জেলা 

সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান দেগঙ্গার রাখি বন্ধন অনুষ্ঠানে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদন,দেগঙ্গা : আজ বৃহস্পতিবার পুরো রাজ্য জুড়ে রাখি বন্ধন দিবসকে সামনে রেখে সংস্কৃতি দিবস উদযাপিত হলো।রাখি বন্ধনের সুদীর্ঘ ইতিহাস স্মৃতিচারণ করে বাংলার শান্তি সম্প্রীতি উন্নয়নের ধারা বজায় রেখে এগিয়ে চলার আহ্বান করেন উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের সহকারি সভাধিপতি কৃষ্ণ গোপাল ব্যানার্জি।

বৃহস্পতিবার দেগঙ্গা পঞ্চায়েত সমিতি ও সমষ্টি উন্নয়ন আধিকারিকরণের পক্ষ থেকে অনুষ্ঠিত রাখি বন্ধন অনুষ্ঠানে জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ সকলকে সংস্কৃতি দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি রাজ্য সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে পুরো রাজ্য জুড়ে শান্তি সম্প্রীতি উন্নয়নের ধারা বজায় রেখে সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে মেলবন্ধন সৃষ্টি হয়েছে তা নজিরবিহীন।

Advertisement

বাংলা বিগত দিনে দেশকে স্বাধীনতা অর্জন করতে যেভাবে ভারতকে পথ দেখিয়েছিল তার ব্যতিক্রম হবে না চব্বিশের লোকসভা নির্বাচনে। তিনি বলেন রবীন্দ্র -নজরুল-বিবেকানন্দের মতো মহাপুরুষদের বাংলায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভ্রাতৃত্বের মেল বন্ধন অটুট থাকবে।

অনুষ্ঠানের পরিচালক, পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সম্প্রীতি বজায় রেখে এগিয়ে চলার আহ্বান করেন।

অনুষ্ঠানে বিশেষ ভাবে উপস্থিত ছিলেন যুব ক্রীড়া দফতরের আধিকারিক, জেলা পরিষদের সদস্য ঊষা দাস, কর্মাধ্যক্ষ আনিসুর রহমান, লিয়াকত আলী সাগর, অসিত মন্ডল, প্রধান শম্পা কাহার, মৌমিতা কাহার,নওসাদ উদ জামান, হুমায়ূন রেজা চৌধুরী, রিঙ্কু সাহাজি, আব্দুর গফফার সহ স্থানীয় জনপ্রতিনিধি।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ