দেশ 

মা ও ছেলে একসঙ্গে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মা ও মেয়ে দুজনে পিএসসি একসঙ্গে পাস করলেন। অবাক হচ্ছেন না! অবাক হওয়ার কিছু নেই। এটাই বাস্তব। কেরলের পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) পরীক্ষায় এই মা-ছেলে দু’জনেই এক সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। তাঁরা কেরলের মলপ্পুরমের বাসিন্দা।

বিগত ১০ বছর ধরে বিন্দু একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিক্ষকতা করেন বিন্দু। ছেলে বিবেক যখন দশম শ্রেণিতে পড়তেন, তখন ছেলেকে উত্সাহিত করতে নিজে নতুন করে পড়াশোনা শুরু করেন তিনি। কিন্তু নতুন করে পড়াশোনা শুরুর পর তাঁর মধ্যে জেদ চাপে সরকারি চাকরির পরীক্ষায় বসার। এর পর থেকে প্রায় ন’বছর ধরে বিন্দু এই পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যান। মাঝে যোগ দেন ছেলে বিবেকও।

Advertisement

কেরলের পিএসসি পরীক্ষায় বিন্দু লোয়ার ডিভিশনাল ক্লার্ক (এলডিসি) পরীক্ষায় ৩৮ র‌্যাঙ্ক করেছেন। লাস্ট গ্রেড সার্ভেন্টস (এলজিএস) পরীক্ষায় বিবেক র‌্যাঙ্ক করেছেন ৯৩। এর আগেও তিন বার কেরল পিএসসি পরীক্ষায় বসেন বিন্দু। কিন্তু সফল হননি।

সংবাদ সংস্থা এএনআইকে এক সাক্ষাৎকারে ছেলে বিবেক বলেন, ‘‘আমি আর মা একসঙ্গে প্রশিক্ষণ নিতাম। বাবা আমাদের জন্য সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলেন। আমরা আমাদের শিক্ষকদের কাছ থেকে অনেক অনুপ্রেরণা পেয়েছি। আমরা দু’জনেই একসঙ্গে পড়াশোনা করেছি। তবে কখনও ভাবিনি যে আমরা একসঙ্গে এই পরীক্ষায় উত্তীর্ণ হব। আমরা দু’জনেই খুব খুশি।’’ সৌজন্যে ডিজিটাল আনন্দবাজার।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ