দেশ 

রাফাল বিমান কেনা মামলায় সরকারের সিদ্ধান্ত বৈধতা কতটা জানতে চাইল শীর্ষ আদালত

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাফাল বিমান কেনার ক্ষেত্রে কীভাবে সরকার সিদ্ধান্ত নিয়েছিল ? তা জানত চাইল সুপ্রিম কোর্ট । বুধবার এই মামলার শুনানীতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন এই বেঞ্চ বলেন, “আমরা সরকারকে কোনও নোটিশ ইস্যু করছি না। আমরা শুধু জানতে চাইছি যে পদ্ধতিতে সিদ্ধান্তটা হয়েছিল তার বৈধতা কতটা।” শীর্ষ আদালত পরিষ্কার করে দেয়, “পিটিশনারের যুক্তিগুলি গ্রাহ্য করছে না আদালত। যুক্তিগুলি পুরোপুরি ভিত্তিহীন।”

আগামী ২৯ অক্টোবরের মধ্যে বন্ধ খামে কেন্দ্রকে রাফাল ডিলের বিস্তারিত জানাতে হবে সুপ্রিমকোর্টকে। আজ এই রিপোর্ট চেয়েছে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এসকে কৌল ও কে এম জোসেফের বেঞ্চ।

Advertisement

পাশাপাশি বেঞ্চ পরিষ্কার জানিয়ে দেয়, এই রিপোর্টে হাইকোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে রাফাল বিমানের দাম বা রাফাল ডিলের প্রযুক্তিগত কোনও তথ্য জানতে চাইছে না। বিচারপতিরা বলেন, “আমরা রাফালের দাম বা তার প্রয়োজনীয়তা নিয়ে কোনও সিদ্ধান্ত নেব না।”

আবেদনকারী এমএল শর্মা তাঁর আবেদনে দাবি করেন, ফ্রান্সের ড্যাসল্ট অ্যাভিয়েশনের থেকে ৫৯০০০ কোটি টাকার রাফাল চুক্তিতে ব্যাপক দুর্নীতি হয়েছে। এপ্রসঙ্গে, অ্যাটর্নি জেনারল কেকে বেনুগোপাল শীর্ষ আদালতে বলেন, “রাফাল চুক্তিতে দেশের নিরাপত্তার স্বার্থ জড়িত। কিন্তু ভোটের আগে এরকম গুরুত্বপূর্ণ বিষয়কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

seventeen − 3 =