কলকাতা 

পঞ্চায়েত নির্বাচন ডিসেম্বর-জানুয়ারি করতে চলেছে রাজ্য !

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ২০২৩ এর শুরুতেই পঞ্চায়েত নির্বাচন করাতে পারে রাজ্য সরকার । সেই রকমই আভাষ পাওয়া যাচ্ছে । কারণ এসএসসি দূনীর্তিতে ইতিমধ্যে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন , এই ইস্যুতে বিরোধীরা সরব হচ্ছে ঠিক এই সময় হঠাৎ ভোট করিয়ে নিলে বিরোধীরা প্রস্তুতি নিতে পারবে না । সেই লক্ষ্যে শাসক তৃণমূল দল এখন পঞ্চায়েত নির্বাচনের কাজ শুরু করে দিয়েছে বলে খবর পাওয়া গেছে ।

এদিকে রাজ্য সরকারের কাছ থেকে সবুজ সংকেত পেয়ে  রাজ্য নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের সব জেলাকে আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে সীমানা পুনর্বিন্যাসের কাজ শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী এই মর্মে সব জেলাশাসককে চিঠি পাঠিয়েছে পঞ্চায়েত দফতর। ১২ সেপ্টেম্বরের মধ্যে পুনর্বিন্যাসের কাজ শেষ করার পাশাপাশি, আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে আসন সংরক্ষণের কাজও সেরে ফেলতে বলা হয়েছে জেলাগুলিকে।নির্দিষ্ট সূচি অনুযায়ী, ২০২৩ সালের এপ্রিল-মে মাসে পঞ্চায়েত ভোট হওয়ার কথা। তবে অসমর্থিত সূত্রের খবর, পঞ্চায়েত ভোট ডিসেম্বরে করতে চাইছে নবান্ন। একটাংশ ডিসেম্বর মাসে ভোট করার পক্ষে থাকলে দলের আর একটা অংশ মনে করছে জানুয়ারিতে ভোট হলে ভাল হবে । তবে যাইহোক পঞ্চায়েত ভোট আসছে তা নিয়ে কোনো সন্দেহ নেই ।

Advertisement

যদিও সরকারি ভাবে এখনও এই বিষয়ে কিছু বলা হচ্ছে না। তবে সেপ্টেম্বরের মধ্যে পঞ্চায়েতের আসন পুনর্বিন্যাস শেষ করার তোড়জোড় সেদিকেই নির্দেশ করছে বলে একটি প্রশাসনিক সূত্রের ব্যাখ্যা। একটি সূত্র জানাচ্ছে, মাধ্যমিক পরীক্ষার আগেই পঞ্চায়েত ভোট শেষ করার পক্ষপাতী নবান্ন।যে কারণে আগামী সোমবার রাজ্য নির্বাচন কমিশনের দফতরে জেলাশাসকদের নিয়ে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি বিষয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। সেই লক্ষ্যে প্রস্তুতি শুরু করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনের এক আধিকারিক। সাধারণত প্রতি ১০ বছর অন্তর সীমানা পুনর্বিন্যাস ও আসন সংরক্ষণে বদল হয়ে থাকে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ