কলকাতা 

দুর্গাপুজোয় সরকারি অনুদানে স্থগিতাদেশ বহাল রাখল হাইকোর্ট, বুধবারই কি চূড়ান্ত রায় ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : দুর্গাপুজো উপলক্ষ্যে রাজ্য সরকার ক্লাবগুলিকে অনুদানের সিদ্ধান্ত নিয়েছিল  তার উপর স্থগিতাদেশ বহাল রাখল হাইকোর্ট। অনুদানের সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টে যে জনস্বার্থ মামলা করা হয় তার শুনানি ছিল মঙ্গলবার ।  শুনানি শেষে হাইকোর্ট স্থগিতাদেশ বহাল রাখে । কাল হাইকোর্ট এই মামলায় রায় দিতে পারে।

উল্লেখ্য, দুর্গাপুজো উপলক্ষ্যে ২৮ হাজার  ক্লাবকে ১০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত শুক্রবার(৫ অক্টোবর) সেই ঘোষণার উপর স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট। আজ সকাল সাড়ে দশটা থেকে শুরু হয় মামলার শুনানি। বিকেল সাড়ে তিনটে পর্যন্ত মামলার শুনানি চলে। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত ও বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চে। তাঁরা জানান, অনুদানের উপরে যে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল, তা বজায় থাকবে।

Advertisement

১১ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী, ক্লাবগুলিকে পুজোর জন্য আর কারও কাছে ভিক্ষা চাইতে যেতে হবে না। ক্লাবগুলিকে ১০ হাজার টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার। তারপর ২৪ সেপ্টেম্বর বিজ্ঞপ্তিও জারি করা হয়।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one − 1 =