দেশ 

ভিলাইয়ের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নয় শ্রমিকের মৃত্যু, আহত বেশ কয়েকজন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ভিলাই ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে নয় শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে । গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। এঁদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনাস্থলেই ৬ জন মারা যায় । ছত্তিসগড়ের দুর্গ জেলায় ভিলাই স্টিল প্ল্যান্ট রাষ্ট্রায়ত্ত কারখানটি অবস্থিত । এটি  স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার অধীনের এক সংস্থা ।

দুর্গের আইজি জিপি সিং জানিয়েছেন, আহতদের প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ ১১ নম্বর কোক ওভেন ব্যাটারি কমপ্লেক্সের গ্যাস পাইপ লাইনে আগুন ধরে যায়। তারপরেই বিস্ফোরণ হয়। রক্ষণাবেক্ষণের সময় এই দুর্ঘটনা হয় বলে জানানো হয়েছে সেল-এর তরফ থেকে ঘটনার পরেই উদ্ধার কাজ শুরু হয়। আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। গত নভেম্বরে উত্তর প্রদেশের উঞ্চাহারে এনটিপিসির প্ল্যান্টের বিস্ফোরণে ৪৩ জনের মৃত্যু হয়েছিল।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four × 3 =