কলকাতা 

সাত কিংবা আট নয় , কমপক্ষে ২০/২২ জন তৃণমূল সাংসদ-মন্ত্রী যোগাযোগ রাখছেন বলে ঘনিষ্ট মহলে দাবি করেছেন বিজেপি নেতা মুকুল রায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি :  গত শুক্রবার দলের কোর কমিটির বৈঠকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী অভিযোগ করেছিলেন , দলের অন্তত সাত-আটজনের সঙ্গে যোগাযোগ রাখছেন মুকুল রায়। এবার তৃণমূল নেত্রীর অভিযোগ অস্বীকার না করে বিজেপি নেতা মুকুল রায় স্পষ্ট জানিয়ে দিলেন  সাত কিংবা আট জন নয় ,কমপক্ষে ২০ থেকে ২২ জন তৃণমূল নেতার সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ রয়েছে। বহুল প্রচারিত একটি নিউজ পোর্টালের খবরে এমনই তথ্য জানা গেছে ।
এটা স্বীকার করতেই হবে যে,বর্তমানে তৃণমূলে এমন অনেকেই আছেন যাঁরা রাজনীতি প্রতিষ্ঠা পেয়েছেন মুকুল রায়ের হাত ধরে। তাঁদের সঙ্গে বর্তমানে  মুকুল রায়ের ব্যক্তিগতস্তরে যোগাযোগ থাকতেই পারেই । এছাড়াও যাঁরা মুকুল ঘনিষ্ট বলে পরিচিত ছিলেন  মুকুল রায় দলত্যাগ করার পর  তাঁদেরকে প্রচন্ড চাপে এবং বিশ্বাসী হিসেবে দেখা হয় । এরকম তৃণমূল কর্মী  নেতাদের সঙ্গেও যোগাযোগ এখনও রয়েছে মুকুল রায়ের।  তাই হয়তো মুকুল রায় দাবি করছেন, সঠিক সময়ে সব প্রকাশ্যে আসবে।

দলের কোর কমিটির বৈঠকে মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ রাখার পরিনতি নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ জানা গেছে এপ্রসঙ্গে মুকুল রায় তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, তৃণমূল নেত্রীর কাছে সঠিক খবরই নেই । সাত-আটজন নয়, কমপক্ষে ২০ থেকে বাইশ জনের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে। যাঁর মধ্যে  রয়েছেন প্রভাবশালী সাংসদ এবং রাজ্য মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য ।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 + thirteen =