দেশ 

দিনে দুপুরে স্কুলে যাওয়ার পথেই ধর্ষিতা নাবালিকা, গ্রেফতার অভিযুক্ত

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: দিনে দুপুরে স্কুলে যাওয়ার পথেই এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল উত্তর প্রদেশের নয়ডায় (Noida)। ঘটনার খবর পেয়ে দ্রুত অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। শারীরিক পরীক্ষার জন্য স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পথে পালানোর চেষ্টা করে সে। ফের হেফাজতে নিতে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। যুবকের পায়ে গুলি করা হয় বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা ১২ বছরে নাবালিকার পূর্বপরিচিত অভিযুক্ত কুড়ি বছর বয়সী ওই যুবক। এদিন নাবালিকা যখন স্কুল যাচ্ছিল তখন তার সঙ্গে দেখা করে যুবক। কথা বলবে বলে তাকে নয়াডার সেক্টর ৩২-র একটি ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানেই নাবালিকাকে ধর্ষণ করে যুবক। এই ঘটনায় সেক্টর ২৪-এর থানায় অভিযোগ দায়ের হয়। এরপরই দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযু্ক্ত জানিয়েছে, এর আগে বেশ কয়েকবার নাবালিকার সঙ্গে দেখা করেছিল সে। নয়ডার অ্যাডিশনাল ডেপুটি কমিশনার (Additional Deputy Commissioner of Police) রণবিজয় সিং জানিয়েছেন, অভিযুক্তকে যখন শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় সে পালানোর চেষ্টা করে। পুলিশ ভ্যান থেকে লাফিয়ে নেমে খানিক দূর গিয়ে পুলিশকর্মীদের লক্ষ্য করে ইট-পাথর ছুঁড়তে থাকে।

বাধ্য হয়ে পুলিশকর্মীরা অভিযুক্তের পায়ে গুলি করে। এবং ফের তাকে হেফাজতে নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের ধারা রুজু হয়েছে, এইসঙ্গে পকসো (POCSO) আইনে মামলা করা হয়েছে। পরবর্তী তদন্ত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন রণবিজয় সিং।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ