দুই মৃত্যু! পঞ্চায়েতের আগে জঙ্গি আতঙ্কে মনোনয়ন তোলার হিড়িক উপত্যকার
নিজস্ব প্রতিনিধি : সময় যত গড়াচ্ছে ততই ঘোরালো হয়ে উঠছে জম্মু কাশ্মীরের পরিস্থিতি। জম্মু কাশ্মীরের রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের দুই কর্মীর জঙ্গি হামলায় মৃত্যুর মাত্র কয়েকঘন্টার মধ্যেই আসন্ন উপত্যকার পঞ্চায়েত নির্বাচন থেকে নমিনেশন প্রত্যাহার করে নিল ১৫ জন প্রার্থী। এই ঘটনার জেরে নতুন করে উপত্যকার জঙ্গি পরিস্থিতি কপালে চিন্তার ভাঁজ ফেলল প্রশাসনের। জঙ্গিদের হাতে খুন হয়ে যাওয়ার আশঙ্কায় ওই প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন বলে স্পষ্ট জানা গিয়েছে স্থানীয়দের তরফে।
সাম্প্রতিক সময়ে কপালে চিন্তার ভাঁজ ফেলে মাথাচাড়া দিয়ে উঠেছে একাধিক জঙ্গি সংগঠন। শুক্রবার জম্মু কাশ্মীরের শ্রীনগরে রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের একটি বৈঠকে অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় দুই দলীয় সদস্যকে। সেই ঘটনার আতঙ্ক এখন পিছু ছাড়ছে না উপত্যকার রাজনৈতিক সংগঠনগুলির নেতাকর্মীদের। পঞ্চায়েত ভোটের আগে যারা যারা মনোনয়ন জমা দিয়েছিলেন তাঁদের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে জঙ্গিদের তরফে। আর তার জেরেই প্রাণ বাঁচাতে একের পর এক মনোনয়ন প্রত্যাহার হচ্ছে ভোটের আগে।
উল্লেখ্য, কিছুদিন আগে ঠিক একই রকমভাবে উপত্যকার পুলিশকর্মীদের চাকরি ছাড়ার হুঁশিয়ারি দিয়েছিল হিজবুল মুজাহিদিন। সেই হুঁশিয়ারিকে উপেক্ষা করে নির্ভীকভাবে কাজ করে যাওয়া ৩ পুলিশকর্মীকে নৃশংসভাবে খুন করে জঙ্গিরা। হুঁশিয়ারি উপেক্ষা করলে একই ফলে হবে এই আতঙ্কে উপত্যকার একের পর এক পুলিশকর্মী চাকরি ছেড়ে চলেছেন এখনও।