কলকাতা 

পুজোর পড়ে চিট-ফান্ড নিয়ে জোর কদমে তদন্ত শুরু করবে সিবিআই ! বদলে গেল রোজভ্যালির তদন্তকারী অফিসার, তদন্তে গতি আনতে, না তৃণমূলকে বেকায়দায় ফেলতে কি এই সিদ্ধান্ত ?

শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

জামিতুল ইসলাম : ফের শিরোনামে রোজভ্যালি দুর্নীতি কাণ্ড৷ এবার বদলে দেওয়া হল সিবিআই-এর তদন্তকারী অফিসারকে ৷ এতদিন পর্যন্ত এই মামলার দায়িত্বে ছিলেন ডিএসপি সিবিআই ব্রতীন ঘোষাল ৷ সিবিআই সূত্রে জানা গেছে , তাঁর জায়গায় নতুন তদন্তকারী  আধিকারিক হিসাবে দায়িত্ব নিয়েছেন চোজম শেরপা আনা হয়েছে ।  ঠিক কোন কারণে গুরুত্বপূর্ণ এই তদন্তের আধিকারিককে বদল করা হয়েছে এবং ব্রতীন ঘোষালের স্থলাভিষিক্ত হিসেবে চোজম শেরপাকে কেন দায়িত্ব দেওয়া হল  সে বিষয়ে অবশ্য স্পষ্ট করে কিছু জানায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ বিশেষজ্ঞরা মনে করছেন, তদন্তে গতি আনতেই এমনটা করছে সিবিআই ৷
সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, সাংসদ তাপস পাল-সহ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একাধিক হেভিওয়েট নেতার নাম জড়িয়েছে রোজভ্যালি কাণ্ডে৷ এই দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে জেলও খেটেছেন তাঁরা ৷ এখন জামিনে মুক্ত ৷ তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল শীর্ষ নেতৃত্ব বারবার দাবি করে আসছে লোকসভা ভোট যত এগিয়ে আসবে, ততই রাজনৈতিক স্বার্থে সিবিআই-ইডি’কে ব্যবহার করবে কেন্দ্রে শাসন ক্ষমতায় থাকা বিজেপি ৷ সেই সম্ভাবনা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷
সম্প্রতি, রোজভ্যালি গ্রূপের বেশ কয়েকটি গয়নার শো-রুমে তল্লাশি চালিয়েছেন ইডি আধিকারিকরা। ইডির প্রায় ৫০ জনের একটি দল বেশ কয়েকটি ভাগে ভাগ হয়ে একই সময়ে শহর ও শহরতলির শো-রুম গুলিতে হানা দিয়েছে৷
এদিকে সূত্রের খবর, শুধু রোজভ্যালি নয়, সারদা- নারদা-সহ সমস্ত চিটফান্ড ও দুর্নীতি মামলায় তদন্ত শেষ করতে চায় সিবিআই ও ইডি। ফলে শাসক দলকে চাপে রাখতে পুজোর পরই জোর তৎপরতায় মামলাগুলির নিষ্পত্তি চাইতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি৷


শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 + one =