দেশ 

Sonia Gandhi: কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে ন্যাশনাল হেরাল্ড মামলায় দ্বিতীয়বার ইডি তলব করায় সংসদে বিক্ষোভ কংগ্রেস সাংসদদের, দেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলনে শামিল কংগ্রেস কর্মীরা গ্রেফতার হলেন রাহুল সহ উচ্চ নেতৃত্ব

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  ন্যাশনাল হেরাল্ড মামলায় ফের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আজ মঙ্গলবার তিনি দ্বিতীয়বারের জন্য হাজিরা দিয়েছেন ইডি দফতরে। এর প্রতিবাদে মঙ্গলবার সংসদ চত্বরে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়লেন কংগ্রেস (Congress) সাংসদরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল সংসদ চত্বর। আটক হলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)-সহ বেশ কয়েকজন। তাঁদের টেনেহিঁচড়ে তোলা হয় প্রিজন ভ্যানে। পুলিশের এই ‘অত্যাচার’ নিয়ে সরব অধীর চৌধুরী-সহ অন্যান্য কংগ্রেস নেতারা।

এদিন সকাল ১১ টা নাগাদ মা সোনিয়া গান্ধীকে (Sonia Gandhi) ইডি দফতরে পৌঁছে দেন রাহুল ও প্রিয়াঙ্কা। কংগ্রেস নেতা, কর্মীদের বিক্ষোভের আঁচ পেয়ে এদিন আগেভাগেই ইডি কার্যালয়ের আশেপাশে নিরাপত্তার কড়া বেষ্টনী ছিল। সোনিয়া সেখানে ঢোকার পর সংসদে ফিরে আসেন রাহুল গান্ধী। সেখানে সাংসদদের নিয়ে প্রতিবাদ মিছিলের আয়োজন করেন। তাঁদের অভিযোগ, ইডির ‘অপব্যবহার’ হচ্ছে। কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য, মল্লিকার্জুন খাড়গে-সহ একাধিক সাংসদের হাতে পোস্টার। তাতে স্পষ্ট লেখা – ইডির অপব্যবহার বন্ধ হোক।

Advertisement

সংসদ ভবন থেকে রাষ্ট্রপতি ভবনের দিকে মিছিল এগোতে গেলে পুলিশ বাধা দেয়। প্রাথমিক বাধা পেরনোর পরও পুলিশ আরও সক্রিয় হয়ে ওঠে। বিজয় চকে অবস্থান বিক্ষোভে বসেন রাহুল গান্ধীরা। অভিযোগ, তাতেও বাধা দেয় পুলিশ। পালটা কংগ্রেস সাংসদরাও প্রতিরোধ গড়ে তোলেন। ধস্তাধস্তি বেঁধে যায় দু’পক্ষের মধ্যে। জড়িয়ে পড়েন অধীর চৌধুরী, মল্লিকার্জুন খাড়গেরা। রাহুল গান্ধীকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়। এমনকী মহিলা সাংসদদেরও রেয়াত করা হয়নি। পুলিশ তাঁদের টেনেহিঁচড়ে নিয়ে যায় বলে অভিযোগ।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ