জেলা 

কাঠুয়া-উন্নাও ধর্ষণ কান্ডে দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হল প্রোগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ সোশ্যাল মিডিয়ার উপর ভর করে উন্নাও-কাঠুয়া ও সুরাত ধর্ষণ কান্ডে প্রতিবাদের আগুন গোটা দেশে ছড়িয়েছিল। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই প্রতিবাদ জানিয়েছিলেন। এবার দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হল প্রোগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশন। এই দাবিকে সামনে রেখে শুক্রবার বিকালে দিগবেড়িয়া মধ্যমগ্রামে এক প্রতিবাদ মিছিল করা হয় সংগঠনের তরফে। প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন সংগঠনের কয়েকশো সদস্য।

প্রতিবাদ মিছিলে সংগঠনের রাজ্যসভাপতি সিয়ামত আলি বলেন, ‘গণতান্ত্রিক এই দেশে আসিফা সহ অন্যান্যদের যেভাবে ধর্ষণ করা হয়েছে, তা সমাজের সভ্য মানুষ মেনে নিতে পারেনা। ‘ সেই সঙ্গে এই ঘটনায় প্রধানমন্ত্রীর নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এই ব্যাপারে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া সহ দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন সিয়ামত।

Advertisement

এদিনের প্রতিবাদ মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের উত্তর ২৪ পরগণা জেলার সভাপতি সাবির হোসেন, সম্পাদক হাবিবুর রহমান, রাজ্য কমিটির কোষাধ্যক্ষ কাজী তৈয়েবুল্লাহ্, মাওলানা সামসুর রহমান, আব্দুস সালাম, হাজি জুলফিক্কার, আজান আলি, সৌরভ চক্রবর্তী প্রমুখ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 × 5 =