দেশ 

Vijay Mallya: আদালতের নির্দেশ অমান্য করা এবং তথ্য গোপন করার দায়ে বিজয় মাল্যের সাজা ঘোষণা সুপ্রিম কোর্টের, দু’হাজার টাকা জরিমানা, চার মাসের জেল!

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আদালতের কাছে তথ্য গোপন এবং আদালতের নির্দেশ অমান্য করার দায় দেশের পলাতক ঋণ খেলাপি ব্যবসায়ী বিজয়মাল্য সাজা ঘোষণা করলো সুপ্রিম কোর্ট। এ থেকে প্রমাণিত হলো আইনের চোখে সবাই সমান। ৯ হাজার কোটি টাকা ভারতীয় মানুষের আত্মসাৎ করার পরেও তাকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। এবার সুপ্রিম কোর্ট সরাসরি বিজয় মাল্যের বিরুদ্ধে ২০০০ টাকা জরিমানা এবং চার মাসের কারাদণ্ডের নির্দেশ দিল। জরিমানার টাকা না দিতে পারলে আরো দুমাস জেল খাটতে হবে।

আজ সোমবার দেশের শীর্ষ আদালত এ-ও বলেছে, নির্দেশ অগ্রাহ্য করে সন্তানদের প্রায় ৩১৭ কোটি ৬৩ লক্ষ টাকা পাঠিয়েছেন বিজয় মাল্য। এ দিকে তাঁকে ৬,২০০ কোটির টাকারও বেশি ব্যাঙ্ক ঋণ পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। বার বার নির্দেশ অমান্য করেও কোনও অনুশোচনা নেই ব্যবসায়ীর। তাই এই সাজা ঘোষণা করা হল।

Advertisement

গত ফেব্রুয়ারি মাসে সলিসিটর জেনারেল তুষার মেটা সুপ্রিম কোর্টে জানান, ঋণখেলাপি মামলায় অভিযুক্ত এবং পলাতক বিজয় মাল্য, নীরব মোদী এবং মেহুল চোকসির কাছ থেকে মোট ১৮,০০০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। ৬৬ বছর বয়সি মাল্যের বিরুদ্ধে ৯ হাজার কোটির টাকার বেশি ঋণখেলাপির অভিযোগ রয়েছে। বর্তমানে ব্রিটেনে রয়েছেন তিনি।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ