কলকাতা 

Madhyamik Examination 2023 : আগামী মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে শুরু হল অনুসন্ধানের দীর্ঘ সাত মাসের কর্মসূচি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

গৌরাঙ্গ সরখেলের প্রতিবেদন: অনলাইনে খোলামেলা এক আলাপচারিতার মাধ্যমে শনিবার শুরু হল আগামী বছরের মাধ্যমিক পরীক্ষায় যারা বসতে চলেছে তাদের নিয়ে অনুসন্ধান কলকাতার দীর্ঘ সাত মাসের যাত্রাপথ। যাত্রাপথের বিস্তারিত সূচি ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় এদিনের বিশেষ এই আলাপচারিতা। অত্যন্ত আগ্রহের সঙ্গে এই আলাপচারিতায় অংশ নিয়েছিল রাজ্যের বিভিন্ন প্রান্তের ছাত্র-ছাত্রীরা, ছিলেন তাদের অভিভাবকেরাও। আর ছিলেন প্রাণপ্রিয় শিক্ষক মহাশয়েরা।

    অধ্যাপক বাসব চৌধুরী, প্রাক্তন উপাচার্য স্টেট  ইউনিভার্সিটি

Advertisement

এদিন অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষক নায়ীমুল হক। জ্ঞান অর্জন শুধুমাত্র বই পড়ার মধ্যেই সীমাবদ্ধ না রেখে সকলের সঙ্গে আদান-প্রদান করে শেখার কথা তিনি বলেন। পারিবারিক তথা সামাজিক বন্ধন বাড়ানো, বিশেষ করে পিতা-মাতার সঙ্গে সন্তানের সুদৃঢ এবং বন্ধুত্বমূলক সম্পর্ক যত গাঢ় হবে তত বাড়বে মূল্যবোধ। এতে জ্ঞানের গভীরতাও বৃদ্ধি পাবে বলে দৃঢ় অভিমত ব্যক্ত করেন নায়ীমুল হক।

 ড. পার্থ কর্মকার প্রাক্তন ডেপুটি সেক্রেটারি মধ্যশিক্ষা পর্ষদ

এদিনের অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ছিল মাধ্যমিক প্রস্তুতি এবং জীবনের লক্ষ্য স্থির। আগামী বছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা কীভাবে সম্পূর্ণ এই সিলেবাস কভার করবে এবং সামগ্রিকভাবে প্রস্তুতি কিরকম হবে তার ওপরে বিশেষ আলোকপাত করেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন ডেপুটি সেক্রেটারি (একাডেমিক) ড.পার্থ কর্মকার। তিনি বলেন, সিলেবাসটা এখন আর ওইভাবে না ভেবে ভাবতে হবে মলাট টু মলাট। অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্তই পুরো সিলেবাস এবং এর ওপরেই পড়াশোনা করতে হবে। তিনি আরো বলেন, সময়টা আর বেশি বাকি নেই, তাই এখন থেকেই শুরু করো পুরো দমে প্রস্তুতি। প্রতিটি বিষয়ের সিলেবাসকে অধ্যায়ভিত্তিক ভাগ করে নাও আর ছোট ছোট প্রশ্ন আকারে তাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। তা না হলে এমসিকিউ এর মত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না। বিগত দিনে অনুসন্ধান কলকাতা যেরকম ভাবে ছাত্র-ছাত্রীদের অনলাইন প্লাটফর্মের মাধ্যমে বিভিন্ন রকম কর্মসূচির মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধ করেছিল, তা উল্লেখ করেন এবং পরীক্ষার আগে কিছু টিপস ছাত্র-ছাত্রীদের জন্য তিনি দেবেন, এ ছাড়াও আরো বিভিন্নভাবে তিনি তাদের পাশে দাঁড়াতে চান বলে উল্লেখ করেন।

কৃষি বিজ্ঞানী মতিয়ার রহমান

এরপর মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রকৃত টার্গেট বা লক্ষ কী হবে, তার ওপরে আলোকপাত করেন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য ডক্টর বাসব চৌধুরী। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন তোমাকে নিজেকেই ঠিক করতে হবে কোন দিক বেছে নিতে চাও, তোমার জন্য কোনটি সবথেকে পছন্দের বা কোন বিষয়টি তোমার সবথেকে বেশি ভালো লাগে। অভিভাবক অভিভাবকদের উদ্দেশে বলেন ছাত্র-ছাত্রীদেরকেই ভাবতে দিন যদি তার মেশিন পত্র নিয়ে কাজ করতে ভালো লাগে তাহলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যদি ছোট থেকেই তার চোখ থাকে গান-বাজনার দিকে তাহলে তাকে সাংস্কৃতিক অঙ্গনে এগিয়ে দিন।

             বিশিষ্ট শিক্ষক গৌরাঙ্গ সরখেল

এছাড়াও আজকের অনুষ্ঠানে মাধ্যমিক প্রস্তুতি নিয়ে ছাত্র-ছাত্রীদের জন্য অত্যন্ত মূল্যবান কথা বলেন প্রধান শিক্ষিকা উজ্জ্বলা সাহা রায়।গণিতকে কত সহজে আপন করা যায় এবং গণিতের ভীতি কীভাবে কাটবে তার ওপরে আলোকপাত করেন বিশিষ্ট শিক্ষক প্রশান্ত কুমার বসু এবং কৌশিক সাধুখা। গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন বিশিষ্ট মনোবিদ অরিজিৎ রায়।

            বিশিষ্ট শিক্ষক কৌশিক সাধুখাঁ

অনুসন্ধান কলকাতার কাছে ছাত্র ছাত্রীদের প্রত্যাশা নিয়ে এদিনের ছোট্ট কিন্তু আকর্ষণীয় পর্বটি বেশ জমজমাট করে তোলেন সঞ্চালক বিশিষ্ট শিক্ষক গৌরাঙ্গ সরখেল। এই পর্বে ছাত্রদের প্রত্যাশার জবাব বিস্তারিতভাবে দেন বিশিষ্ট কৃষিবিজ্ঞানী অনুসন্ধানের মুখ্য পরামর্শদাতা অধ্যাপক মতিয়ার রহমান খান। এদিনের অনুষ্ঠানেই ঘোষণা করা হয় আগামী সাত মাসের কর্মসূচি এবং জুলাই মাসের পরীক্ষার তারিখ (৩১ জুলাই)।

বিশিষ্ট শিক্ষক প্রশান্ত কুমার বসু

এ ছাড়াও ছাত্র-ছাত্রীদের নিয়ে অনলাইনে আগামী সোমবার ১১ জুলাই ইংরেজি ক্লাসের কথা ঘোষণা করা হয়। ইংরেজি ক্লাস নেবেন নবাব বাহাদুরস ইনস্টিটিউশন এর প্রধান শিক্ষক মাসুদ আলম। পরবর্তী সপ্তাহে থাকবে গণিতের ক্লাস, এই ক্লাস নেবেন বিশিষ্ট শিক্ষক প্রশান্ত কুমার বসু।

মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াতে অনুসন্ধান কলকাতার পক্ষ থেকে নেওয়া সমগ্র এই কর্মসূচি খুবই কার্যকর হবে বলে এক বার্তায় অভিমত জানিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ড.অমলেন্দু বসু।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ