দেশ 

YSR Congress:ওয়াইএসআর কংগ্রেসের সাম্মানিক সভাপতির পদ ছাড়লেন মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডির মা ! তেলেঙ্গানার শাসক দলে কি এবার ভাঙনের ছায়া?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : অন্ধ্রপ্রদেশে কি এবার শাসক দলে ভাঙ্গনের ছায়া? অমিত শাহের ভবিষ্যৎবাণী কি সত্যি হতে চলেছে? জানা যাচ্ছে অন্ধপ্রদেশের শাসক দল ওয়াইএসআর কংগ্রেসের সাম্মানিক সভাপতির পদ ছাড়লেন ওয়াই এস বিজয়াম্মা। শুক্রবার অবশ্য বিবৃতিতে বিজয়াম্মা বলেন, ‘এক জন মা হিসাবে, আমি সব সময়ই জগনের পাশে থাকব।’

জগনের সঙ্গে মতবিরোধের জেরে তেলঙ্গানার শর্মিলা বছর খানেক আগে ওয়াইএসআর কংগ্রেস ছেড়ে প্রয়াত বাবার নামে নতুন দল গড়েছিলেন। বিজয়াম্মাও এ বার সেই দলে শামিল হবেন বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে। জগন শিবিরের দাবি, হায়দরাবাদ নিবাসী শর্মিলা অন্ধ্রপ্রদেশের তুলনায় তেলঙ্গানার স্বার্থরক্ষাকে বেশি গুরুত্ব দিতে চান। তাই নতুন দল গড়েছেন তিনি।

Advertisement

২০০৯ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছিলেন অখণ্ড অন্ধ্রের তৎকালীন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ওয়াইএস রাজশেখর রেড্ডি। তাঁর মৃত্যুতে খালি হওয়া কাড়াপা জেলার পুলিভেন্ডুলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জেতেন বিজয়াম্মা। কংগ্রেস শীর্ষনেতৃত্বের সঙ্গে মতবিরোধের জেরে ২০১১ সালে নয়া দল ওয়াইএসআর কংগ্রেস গড়েন রাজশেখর-পুত্র জগন। পাশে পেয়েছিলেন মা বিজয়াম্মা এবং বোন শর্মিলাকে।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ