কলকাতা 

ওভারসিয়ার নিয়োগ পদ্ধতিতে বদল আনার পরিকল্পনা করছে কলকাতা পুরসভা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : পর্যাপ্ত সংখ্যক ওভারসিয়ারের অভাবে শহরে জঞ্জাল সাফাইয়ের তদারকি ঠিক মত না হওয়ায় কলকাতা পুরসভা জঞ্জাল অপসারণ বিভাগের ওভারসিয়ার নিয়োগ পদ্ধতিতে বদল আনার পরিকল্পনা করছে। এতদিন বিভাগের মাধ্যমিক উত্তীর্ণ সাব ওভারসিয়াররাই পদোন্নতির মাধ্যমে ওভারসিয়ার হতে পারতেন।

কিন্তু শূন্যপদের তুলনায় যোগ্য সাব ওভারসিয়ার না পাওয়া যাওয়ায় ওভারসিয়ার পদের জন্য যোগ্যতা কমিয়ে অষ্টম শ্রেণী উত্তীর্ণ ও সঙ্গে ১০ বছরের অভিজ্ঞতা করার প্রস্তাব রাখা হয়েছে।গত বৃহস্পতিবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে এই প্রস্তাব পাশ হয়ে রাজ্য পুর ও নগর উন্নয়ন দপ্তরে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। উল্লেখ্য,  কলকাতা পুরসভায় জঞ্জাল অপসারণ বিভাগে ওভারসিয়ারদের জন্য বরাদ্দকৃত পদ ২৮৪ । কিন্তু বর্তমানে মাত্র ১০৬ জন ওভারসিয়ার কাজ করছেন।

Advertisement

অন্যদিকে পুরসভায় এই মুহূর্তে ৪ টি গ্রেড মিলিয়ে মোট ৩৭৮ জন সাব ওভারসিয়ার থাকলেও তাদের মধ্যে মাত্র ৭৮ জন মাধ্যমিক বা তার থেকে বেশি যোগ্যতাসম্পন্ন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five × three =