কলকাতা 

রান্নার গ্যাসের দাম অস্বাভাবিক ভাবে বাড়লো, কলকাতায় রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হল ১০৭৯ টাকা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব  ডেস্ক: রান্নার গ্যাসের অস্বাভাবিক ভাবে দাম বাড়লো। মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে । আজ বুধবার থেকে রান্নার গ্যাসের দাম আরো ৫০ টাকা বাড়ল।  কলকাতায় ৫০ টাকা বেড়ে ১৪.২ কেজি ঘরোয়া রান্না গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়াল ১ হাজার ৭৯ টাকায়। এর আগে গত ১৯ মে, তিনটাকা বেড়েছিল রান্নার গ্যাসের মূল্য।

দাম হয়েছিল ১ হাজার ২৯ টাকা। তার আগে সেই মাসেই ৫০ টাকা বেড়ে এদেশে প্রথমবার এলপিজি সিলিন্ডারের (LPG Price Hike) দাম বেড়ে হাজারের গণ্ডি পেরিয়েছিল।

Advertisement

গত ৬ মে শেষবার হাজারের নিচে পাওয়া যাচ্ছিল ঘরোয়া রান্নার গ্যাসের সিলিন্ডার। তখন দাম ছিল ৯৭৬ টাকা। তার পর থেকে দু’মাসে লাফিয়ে বেড়েছে দাম। স্বাভাবিক ভাবেই চড়া দামের জেরে নাজেহাল অবস্থা আমজনতার। এদিকে পাঁচ কেজির ছোট সিলিন্ডারের দাম বেড়ে হল ৩৯৬ টাকা।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ