কলকাতা 

সুপারিশের বদলীতেও নিষেধাঞ্জা জারি করল স্কুল শিক্ষা দপ্তর

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : শিক্ষকদের বদলিতে স্থগিতাদেশ জারি করল স্কুল শিক্ষা দপ্তর।শুক্রবার বিঞ্জপ্তিতে  জারি করে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাইমারি অথবা সেকেন্ডারি স্কুলের শিক্ষকদের বদলির কোনও আবেদন বা কেস বিবেচনা করা হবে না। যদিও নতুন করে বদলির আবেদন করার প্রক্রিয়া বছর খানেক ধরে বন্ধ আছে । তবে আগেই আবেদন জমা পড়েছে এমন কেউ সুপারিশ নিয়ে দপ্তরে এলে তাদেরই বদলির নির্দেশ দেওয়া হচ্ছিল । এবার সেই সুপারিশের ভিত্তিতে বদলির নির্দেশের উপরেও স্থগিতাদেশ পড়ল।

তবে, নতুন করে বদলির নির্দেশ দেওয়ায় স্থগিতাদেশ জারি হলেও ইতিমধ্যেই দপ্তর থেকে যাদের বদলির নির্দেশেএসএসসি-র কাছে পৌঁছে গেছে তাদের বদলিতে কোনও সমস্যা হবে না। বর্তমানে শূন্যপদ নিয়ে যে সমস্যা চলছে তার সুরাহা হয়ে গেলেই এসএসসি আবারও বদলি প্রক্রিয়া শুরু করবে।

Advertisement

বদলির উপর এই স্থগিতাদেশ নিয়ে শিক্ষক সংগঠনগুলির বক্তব্য “নিয়ম কানুনের তোয়াক্কা না করে বদলি করতে গিয়ে সরকার এখন যে অবস্থায় পড়েছে তার থেকে বেরিয়ে আসতে গেলে এছাড়া আর কোনও উপায় ছিল না।”

 

 


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 × 1 =