জেলা সভাপতির পদ থেকে সরানো হল শোভনকে, দায়িত্বে শুভাশিষ
কলকাতা, ৫ অক্টোবর : বাংলার জনরব আগেই খবর করেছিল দক্ষিণ ২৪ পরগণা জেলা তৃণমূলের সভাপতি হতে চলেছেন সাংসদ শুভাশিষ চক্রবর্তী ।দেরিতে হলেও সেই খবরেই সিলমোহর দিল শুক্রবার কোর কমিটির বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একই সঙ্গে দক্ষিণ ২৪ পরগণার জেলা তৃণমূলের পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী ফিরহাদ হাকিম।
দলীয় বৈঠক শেষে সাংবাদিকদের তৃণমূল সুপ্রিমো জানান। সেখানে তিনি বলেন ,দক্ষিণ ২৪ পরগনা জেলার সভাপতি হচ্ছেন শুভাশিস চক্রবর্তী, জেলা পর্যবেক্ষক করা হয়েছে ফিরহাদ হাকিমকে। কোচবিহারে অভিষেককে দায়িত্ব দেওয়া হয়েছে, ব্রিগেড সমাবেশে রাহুল গান্ধী সহ সববিজেপি বিরোধী নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।