জেলা 

জনতা দল ইউনাইটেড এর হাওড়া জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো সাঁকরাইলে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাবু হক : হাওড়া গ্রামীণ জেলার সাঁকরাইল থানার বাণীপুর রবীন্দ্র সুধা হলে, জনতা দল ইউনাইটেড এর হাওড়া গ্রামীণ এর জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো। এই সম্মেলনে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, কয়েক শতাধিক প্রতিনিধি অংশ নেন। সম্মেলনের আহ্বায়ক শুভঙ্কর মুখার্জি ও জেলা সভাপতি বালেশ্বর ঠাকুর উপস্থিত প্রতিনিধি , কেন্দ্রীয় ও পশ্চিমবঙ্গের রাজ্য নেতৃত্বদের সংগ্রামী অভিনন্দন জানান। সম্মেলনের প্রধান অতিথি ছিলেন জনতা দল ইউনাইটেড এর যুব শাখার সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক জনাব মহম্মদ নুরুল হুদা, রাজ্য সভাপতি অমিতাভ দত্ত ও মহিলা নেত্রী সোমা নন্দী ছাড়াও কলকাতা হাইকোর্টের আইনজীবী রমনী সিং,অজয় শেঠ, জুলাই দাস মুখার্জি সহ আরো অনেক নেতৃবৃন্দ।

লোক নায়ক জয় প্রকাশ নারায়ণ এর আত্মকাহিনী তুলে ধরা হয়। বিহার সহ আরো কয়েকটি রাজ্যে জনতা দল ইউনাইটেড এর কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়। কোথাও কোথাও জনতা দল ইউনাইটেড উন্নয়ন ও কল্যাণ মূলক কার্যক্রম সচল রাখতে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছে আবার কোথাও কোথাও জনতা দল ইউনাইটেড একক ভাবে এগিয়ে চলেছে, পশ্চিমবঙ্গে না ভারতীয় জনতা পার্টি না তৃণমূল কংগ্রেস কাউকেই সমর্থন করে না স্বতন্ত্র ভাবে এগিয়ে চলেছে।

পশ্চিমবঙ্গে তৃণমূল পর্যায়ে বৈঠক,সভা, সম্মেলন, ডেপুটেশন, যেখানে অন্যায়, অত্যাচার, অবিচার, অবহেলা, বঞ্চনা হচ্ছে সেই খানেই জনতা দল ইউনাইটেড এর নেতৃত্ব আপামর জনসাধারণের জন্য কার্যক্রম করে চলেছে বলে জানান রাজ্য সভাপতি অমিতাভ দত্ত।

রাজ্যে আগামীতে পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনকে সামনে রেখে দ্রুত গতিতে এগিয়ে সদস্য অভিযান চালিয়ে এলাকায় এলাকায় ঘুরে ঘুরে আন্দোলনের প্রস্তুতি চলছে জোরদার বলে জানান রাজ্য সভাপতি। সর্ব ভারতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকছেন ও সহযোগিতা করে চলেছে। পশ্চিমবঙ্গে তৃণমূল পর্যায়ে মহিলা ও যুবরা এগিয়ে আসছে যা আগামীতে ক্ষমতায় আসার সম্ভাবনা উজ্জ্বল নক্ষত্র সমাবেশ ঘটতে যাচ্ছে বলে দাবি করেন মহম্মদ নুরুল হুদা।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ