কলকাতা 

মমতার মন্ত্রীসভায় একাধিক রদবদল, আরও ‘ব্রাত্য’ হলেন ব্রাত্য

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

জামিতুল ইসলাম : পুজোর মুখেই বড়সড় রদবদল মমতার মন্ত্রীসভায়। গতকাল নবান্ন মারফৎ একটি বিজ্ঞপ্তি পেশ করে জানানো হয়, বেশ কিছু গুরুত্বপূর্ণ রদবদল হচ্ছে মন্ত্রীসভায়। নবান্নর তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে রদবদলের বিষয়টি  জানান মুখ্যসচিব মলয় দে।
মন্ত্রীসভার রদবদলে সবথেকে উল্লেখযোগ্য বিষয়টি হল, তথ্য প্রযুক্তি মন্ত্রক থেকে সরিয়ে দেওয়া হয়েছে ব্রাত্য বসুকে।

ব্রাত্যকে সরিয়ে এই মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন অর্থমন্ত্রী অমিত মিত্র। এছাড়াও শিল্পমন্ত্রক রয়েছে অমিতবাবুর হাতে। তথ্য প্রযুক্তি মন্ত্রক ছেড়ে এবার থেকে বায়ো টেকনোলজি দফতরের দায়িত্ব সামলাবেন ব্রাত্য। এছাড়াও, দায়িত্ব বেড়েছে অসীমা পাত্রের৷ কৃষি ও মৎস্য দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাবেন অসীমা।প্রসঙ্গত, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর একসময় শিক্ষামন্ত্রী ছিলেন ব্রাত্য বসু। কিন্তু সরকারের চাকা যত গড়িয়েছে, দলে ক্রমশ গুরুত্ব কমেছে সুপরিচিত এই অধ্যাপক তথা নাট্যকারের।

Advertisement

অন্যদিকে, দক্ষিণ দমদমের বিধায়ক হওয়া সত্ত্বেও নাগেরবাজার বিস্ফোরণকাণ্ডের পর তাঁর অনুপস্থিতি সকলের নজর কেড়েছে। ফলে অনেকের এমনটাও মত যে, এই কারণেও মন্ত্রক হারিয়ে থাকতে পারেন ব্রাত্য বসু।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three − one =