দেশ 

ভারতে নতুন কমিউনিস্ট পার্টির জন্ম কি সময়ের অপেক্ষা!গোপন ব্যালটে ভোটের সিদ্ধান্ত পার্টি কংগ্রেসে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদঃ সিপিএম দলের ২২ তম পার্টি কংগ্রেসে দলিল এবং জমা পড়া সংশোধনীর পক্ষে বিপক্ষে ভোট দেওয়ার জন্য সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবার নতুন প্রস্তাব এনে গোপন ব্যালটে প্রস্তাবের পক্ষে বিপক্ষে মতামত পেশ করার প্রস্তাব দেন। সেই প্রস্তাব গৃহীত হয়েছে।সিপিএম দলের কাছে যা নজিরবিহীন ঘটনা।এতদিন পর্যন্ত সিপিএম দলের পার্টি কংগ্রেসে মূলত হাত তুলে পক্ষে বিপক্ষে মতামত নেওয়া হতো। এবারের পার্টি কংগ্রেসে এই ব্যাতিক্রমী ঘটনাটা ঘটতে চলেছে।
দেশের সামনে এখন সাম্প্রদায়িক শক্তির যে উত্থান ঘটেছে তার বিরুদ্ধে সিপিএম লড়াই  করতে ২০১৯ সালে লোকসভা নির্বাচনেে কংগ্রেসের সঙ্গে জোট হবে কি না,সেটাই পার্টি কংগ্রেসের মূল বক্তব্য।কারাট লবি মনে করে বিজেপি কে ঠেকানোর জন্য সিপিএমের সঙ্গে কংগ্রেসের আঁতাত করা উচিত হবে না।সীতারাম সহ বাংলা লবি সাম্প্রদায়িক শক্তি প্রতিহত করার জন্য কংগ্রেসের সঙ্গে জোট বেধে বিজেপি র মোকাবিলা করার পক্ষে।এই পেক্ষাপটে পার্টি কংগ্রেসে পেশ করা খসড়া দলিলের সংশোধনী নিয়ে গোপন ব্যালটে ভোট হলে দল ভেঙে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। আর এক্ষেত্রে সীতারাম লবি হেরে গেলে নূতন বাম দলের যে জন্ম হবে তা ইতিমধ্যে এই লবির কয়েক জন প্রতিনিধি ইঙ্গিত দিয়েছেন। আর সিপিএম ভেঙে নুতন দল তৈরি হলে বাংলার আলিমুদ্দিন যে সিপিএমে আর থাকবে না তা বলাই বাহুল্য মাত্র।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eight − eight =