কলকাতা 

ডানকান গোষ্ঠীর বাগিচা শ্রমিকরা সাড়ে নয় শতাংশ পুজোর বোনাস পাবে ঘোষণা শ্রমমন্ত্রীর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : ডানকান শিল্পগোষ্ঠীর আওতায় থাকা উত্তরবঙ্গের ছ’টি বাগানের বাগিচা শ্রমিকরা এই বছর সাড়ে ৯ শতাংশ হারে পুজোর বোনাস পাবে। শ্রমমন্ত্রী মলয় ঘটকের পৌরহিত্যে কলকাতার নব মহাকরনে আয়োজিত এক ত্রিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আগামী ১১ অক্টোবরের মধ্যে মালিকপক্ষ শ্রমিকদের এই বোনাস মিটিয়ে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে
। উল্লেখ্য গত বছরও ডানকান গোষ্ঠী একই হারে শ্রমিকদের বোনাস দিয়েছিল। প্রসঙ্গত ডুয়ার্সের মেটেলির নাগেশ্বরী ও কিলকোট, মালবাজারের বাগরাকোট, মাদারিহাট-বীরপাড়ার মুচিপাড়া ও বীরপাড়া এবং তরাইয়ের গঙ্গারাম ডানকান গোষ্ঠীর হাতে থাকা এই ছ’টি বাগানের শ্রমিক সংগঠনগুলির সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়াও এই গোষ্ঠীর অধীনে থাকা লংকাপাড়া ও ডিমডিমা চা বাগান দু’টি বন্ধ রয়েছে।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

sixteen + one =