দেশ 

National Herald Case : ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধীকে সাড়ে ৯ ঘণ্টা জেরা করলো ইডি, মঙ্গলবার ফের তলব

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ন্যাশনাল হেরাল্ড মামলায় প্রায় ১০  ঘন্টা কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে জেরা করার পর সোমবার রাত সাড়ে দশটা নাগাদ তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

ন্যাশনাল হেরল্ড মামলায় সোমবার ইডির দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। কংগ্রেস নেতার এই হাজিরাকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত ছিল ‘লুটিয়ান্স দিল্লি’। পথে নামেন পি চিদম্বরম, অশোক গেহলট, বেণুগোপাল, হরিশ রাওয়াত, অধীর চৌধুরীর মতো শীর্ষ কংগ্রেস (Congress) নেতারা।

সকাল সাড়ে ১১টা নাগাদ ইডির দফতরে ঢোকেন রাহুল গান্ধী। মাঝে একবার মধ্যাহ্ন ভোজের সময় বেরিয়ে হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধীকে দেখতে যান রাহুল । সেই সময় বিভিন্ন সংবাদমাধ্যম খবর প্রকাশ করে যে রাহুল গান্ধী কে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পর ইডি ছেড়ে দিয়েছে। কিন্তু পরে জানা যায় হাসপাতালে সোনিয়া গান্ধীকে দেখা করার পর ফের রাহুল ইডির দপ্তরে জান। এরপর রাত সাড়ে দশটা নাগাদ রাহুল গান্ধীকে ছেড়ে দেওয়া হয়।

সূত্রের খবর, গান্ধী পরিবারের উপর কেন্দ্রের আক্রোশের অভিযোগ তুলে, শীঘ্রই আন্দোলনে নামবে কংগ্রেস।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ