কলকাতা 

অনুসন্ধানের উদ্যোগে সামার ক্যাম্প ছাত্র-ছাত্রীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের জন্যও হয়ে উঠেছিল অত্যন্ত কার্যকর একটি প্লাটফর্ম, মতামতে জানালেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী মতিয়ার রহমান খান

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নায়ীমুল হকের প্রতিবেদন: অনুসন্ধান কলকাতার উদ্যোগে গতকাল এবং আজ অর্থাৎ ১১-১২ জুন অনুষ্ঠিত হয়ে গেল অনলাইনে দুদিনের এক সামার ক্যাম্প। কেমন ছিল দুদিনের এই ক্যাম্প, সে প্রসঙ্গে উপরের মন্তব্যটি করেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী অধ্যাপক মতিয়ার রহমান খান। এই ক্যাম্পের শুভ সূচনা তাঁরই মাধ্যমে হয়েছিল এবং দুদিন ধরেই উপস্থিত ছিলেন তিনি। তিনি বলেন, কীভাবে পড়াশোনাকে একজন শিক্ষার্থীর সামনে আনন্দদায়ক করে তুলতে হয়, প্রকৃতি থেকে শিখতে হয়, যুক্তিবোধের জাগরণ ঘটাতে হয়, এসবই ছিল সামার ক্যাম্পের মূল প্রতিপাদ্য বিষয় এবং সেই কাজটিই করে দেখিয়েছেন সম্মানিত প্রশিক্ষকরা। তিনি উল্লেখ করেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক শুভময় মৈত্র এবং অধ্যাপক সুমিত্র পুরকায়স্থের কথা। তাঁরা গণিতের অত্যন্ত কঠিন এবং গভীর বিষয়কে কীভাবে কত সহজে উপস্থাপন করা যায়, তা হাতে কলমে করে দেখিয়েছেন। এসব ছিল সত্যিই আমাদের সকলের জন্য একটি বড় পাওনা, বড়ই শিক্ষনীয় বিষয়। সঙ্গে সঙ্গে ইংরেজির মত আন্তর্জাতিক ভাষাকে অনাবশ্যক কঠিন করে না তুলে, সহজ পথে কী করে কাজের ভাষা হতে পারে, তা করে দেখিয়েছেন রত্না সেনগুপ্ত এবং মিজানুর রহমান সহ মাসুদ আলম-এর মতো বিশিষ্ট শিক্ষক-শিক্ষিকা। বিজ্ঞানী মতিয়ার রহমান অত্যন্ত জোর দিয়ে বলেন ছাত্র-ছাত্রীদের জন্য দুদিনের ঘন্টা পাঁচেকের এই ক্যাম্প সারা জীবনের এক সম্পদ হয়ে থাকবে। শুধু তাই নয়, এই ক্যাম্প শিক্ষক-শিক্ষিকাদের কাছেও ছিল যথেষ্ট শিক্ষনীয়।

অধ্যাপিকা দীপশ্রী দাস সরকার 

Advertisement

রবিবার সকাল ১০ টা ৪৫ মিনিটে সামার ক্যাম্পের দ্বিতীয় দিনের সূচনা হয়। শুভ সূচনা করেন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অবসরপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড.বাসব চৌধুরী। অনলাইনে সামার ক্যাম্প এর আয়োজন আগে হত না, পরিস্থিতিগত কারণে অনলাইনে দ্বারস্থ হতে হচ্ছে। তাই টেকনোলজির সুবিধা নিয়ে সামার ক্যাম্পের এই ধারণাকে তিনি স্বাগত জানান এবং আগামী দিনে এটা আরও প্রসারিত হবে বলে তিনি জানান। বিভিন্ন প্রান্তের মানুষকে একসঙ্গে করে অনেক অল্প আয়াসে এ ধরনের আয়োজন করা বেশ সহজ সাধ্য হয়ে উঠেছে। ফলে অনলাইনের সুবিধা নেয়ার জন্য তিনি অনুসন্ধান কলকাতাকে সাধুবাদ জানান। সামার ক্যাম্প এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের জিজ্ঞাসু মন সৃষ্টি করা এবং তার যথার্থ পুষ্টির যোগান দেওয়া হল মূল কাজ। এই কাজ অনুসন্ধান কলকাতার উদ্যোগে বিশিষ্ট শিক্ষক শিক্ষিকাদের সহায়তায় বেশ ভালোমতোই হচ্ছে বলে তিনি মতামত পেশ করেন।

অধ্যাপক সুমিত্র পুরকায়স্থ

এদিনের গণিত কর্মশালা পরিচালনা করেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের বরিষ্ঠ অধ্যাপক ড. সুমিত্র পুরকায়স্থ। মৌলিক সংখ্যা, গসাগু, লসাগু এর ধারণা সম্পর্কে বিস্তারিত বলেন তিনি। এ ধরনের কর্মশালা যত বেশি হবে, ছাত্র-ছাত্রীদের ভিত মজবুত হবে বলে তিনি এধরনের আরো বেশি বেশি করে কর্মশালা করার অনুপ্রেরণা জোগান।

                        মাসুদ আলম

ছাত্র-ছাত্রীদের ইংরেজি ক্লাসের আয়োজনে ছিলেন বহরমপুর সেবা মিলনী হাই স্কুলের বিশিষ্ট ইংরেজি শিক্ষক মিজানুর রহমান এবং নবাব বাহাদুরস ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মাসুদ আলম। যান্ত্রিক বিভ্রাটের কারণে তাঁদের কার্যক্রম কিছুটা ব্যাহত হলেও অত্যন্ত নিষ্ঠার সাথে প্রস্তুত তাঁদের আকর্ষণীয় ইংরেজি ক্লাসে ছাত্র-ছাত্রীরা খুবই উপকৃত হয়েছে বলে জানায়।

               ড. সিদ্দিকুর রহমান

সবশেষে দুদিনের সামার ক্যাম্প কেমন ছিল এবং এর অপরিহার্যতা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন সাউথ পয়েন্ট হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রশান্ত কুমার বসু, অসমের মার্গারিটা কলেজের ইংরেজি সাহিত্যের বিভাগীয় প্রধান অধ্যাপিকা দীপশ্রী দাস সরকার, টাটা পাওয়ার কোম্পানি লিমিটেডের প্রজেক্ট (জেনারেশন) চিফ ড.সিদ্দিকুর রহমান,বিশিষ্ট গণিত শিক্ষক কৌশিক সাধুখাঁ, বিশিষ্ট ইতিহাসের শিক্ষক ও অনুসন্ধান কলকাতার সম্পাদক সাহাবুল ইসলাম গাজী প্রমূখ।

                    মিজানুর রহমান

এদিনের অনুষ্ঠান সঞ্চালনের দায়িত্বে ছিলেন অনুসন্ধান কলকাতার সহকারী সম্পাদক ও গণিত শিক্ষক গৌরাঙ্গ সরখেল।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ