দেশ 

লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে জোর ধাক্কা দিলেন দলিত নেত্রী মায়াবতী, রাজস্থান ও মধ্যপ্রদেশে কংগ্রেসের সঙ্গে জোট করবে না বসপা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : লোকসভা নির্বাচনের আগে পেছন থেকে আবার ছুরি মারলেন বহুজন সমাজবাদী পার্টি সুপ্রিমো মায়াবতী। তিনি আজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন , আসন্ন রাজস্থান ও মধ্যপ্রদেশের নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধবে না বসপা। কযেক সপ্তাহ আগে মধ্যপ্রদেশের ভোট নিয়ে বসপা নেত্রী জানিয়েছিলেন, কংগ্রেসকে সঙ্গে নিয়ে নয়, একাই লড়বে মায়াবতীর দল। এদিন একেবারে তা স্পষ্ট ঘোষণা করে দিলেন মায়াবতী। মায়াবতী জানিয়েছেন, কংগ্রেস নয় বরং ছোট আঞ্চলিক দলগুলিকে সঙ্গে নিয়ে তিনি লড়বেন। আর না হলে একা লড়বেন। মায়াবতীর অভিযোগ, বিজেপিকে ক্ষমতাচ্যুত করার চেয়ে কংগ্রেসের লক্ষ্য বিএসপির সঙ্গে জোট করে তাঁর দলকেই শেষ করে দেওয়া। তা তিনি কিছুতেই হতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন মায়াবতী।

মায়াবতী কংগ্রেসের সঙ্গে জোট ভাঙা নিয়ে মায়াবতী বলেছেন, কর্ণাটকে আমরা স্থানীয় দলগুলিকে নিয়ে লড়েছি। ছত্তিশগড়েও তাই ঘোষণা করেছি। একই পথে হেঁটে মধ্যপ্রদেশ ও রাজস্থানেও তাই করব। আঞ্চলিক দলের সঙ্গে জোট করব তবে কংগ্রেসের সঙ্গে জোট নয়। সম্প্রতি মায়াবতী কয়েকদিন আগে ছত্তিশগড়ে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে নির্বাচনে লড়বেন না বলে জানিয়ে দেন। সেই রাজ্যের নেতা অজিত যোগীর দলের সঙ্গে জোট বেঁধে লড়ার ঘোষণা করেন। এদিনের ঘোষণার ফলে দেশে বিজেপি বিরোধী যে জোট হওয়ার কথা ছিল তা অনেকটাই ধাক্কা খাবে । একই সঙ্গে মধ্যপ্রদেশে বিজেপি-র জয় নিয়ে দুশ্চিন্তা দূর হল । মায়াবতীর এই ডিকবাজী খাওয়াকে কংগ্রেস ভালভাবে নিচ্ছে না ।

Advertisement

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 × 1 =