কলকাতা 

স্নাতক স্তরে উপস্থিতির হার বাড়াতে উদ্যোগ, ক্লাস করলেই ১০নম্বর

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

জামিতুল ইসলাম : স্নাতক স্তরে পড়ুয়াদের উপস্থিতির হার বাড়াতে প্রতি বিষয়ের জন্য আলাদাভাবে নম্বর বরাদ্দ করার কথা ভাবছে কলকাতা বিশ্ববিদ্যালয়।ডিসেম্বর মাস থেকে শুরু হওয়া সেমিস্টারেই নতুন বিধি কার্যকর হওয়ার কথা ।সূত্রের খবর,অনার্স ও পাস দু বিভাগের সব বিষয়ের ক্লাস উপস্থিতির জন্য পড়ুয়াদের সর্বোচ্চ ১০নম্বর করে দেওয়া হবে।

তবে উপস্থিতির হার অনুসারে প্রদত্ত নম্বরে পার্থক্য হতে পারে।বর্তমানে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী কোনো পড়ুয়ার সার্বিক উপস্থিতি ৭৫শতাংশের বেশি হলে পরীক্ষায় বসতে দেওয়া হয়।তবে কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের অনুমতিতে উপস্থিতির হার ছাড় পাওয়ার সুযোগ রয়েছে ।এজন্য সংশ্লিষ্ট পড়ুয়াকে নির্দিষ্ট পরিমানে ফাইন জমা দিতে হয়।

Advertisement

যাদের উপস্থিতির হার ৬০%শতাংশের কম সেইসব ছাত্রছাত্রী কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বসার যোগ্য বলে বিবেচিত হন না।নতুন নিয়মে ৬০শতাংশের কম উপস্থিতির ক্ষেত্রে কোনো নম্বর দেওয়া হবে না।হাজিরা ৬০থেকে ৭৪শতাংশের মধ্য থাকলে ৬নম্বর  পাওয়া যাবে।৭৫শতাংশ বা তার বেশি উপস্থিতি থাকার ক্ষেত্রে সংশ্লিষ্ট পড়ুয়া পুরো ১০নম্বর পাবে।


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 × three =