West Bengal SSC Scam: আরো এক বেআইনি নিয়োগ, শিক্ষকের চাকরি বাতিল করল কলকাতা হাই কোর্ট
বাংলার জনরব ডেস্ক : কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়ে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী পর আরও একজন চাকরি হারালেন। তিনি গণিতের শিক্ষক হিসেবে চাকরি পেয়েছিলেন। এই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তার নাম ২৭৫ নম্বরে থাকা সত্ত্বেও তিনি চাকরি পেয়েছেন অথচ যার নাম ২০০ নম্বরে ছিল তিনি চাকরি পাননি।
চাকরি হারানো ওই ব্যক্তির নাম সিদ্দিক গাজি। তিনি অঙ্কের শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তাঁর মামলা আদালতে উঠলে বিচারপতি রাজাশেখর মান্থার পর্যবেক্ষণ, মেধাতালিকার ২৭৫ নম্বরে জায়গা পেয়েও তিনি চাকরি পেয়েছেন। কিন্তু তাঁর বিরুদ্ধে করা মামলাকারী অনুপ গুপ্ত-র জায়গা ছিল মেধাতালিকার ২০০ নম্বরে।
বিচারপতি মান্থার নির্দেশ, বেআইনি ভাবে নিয়োগ করার জন্য ওই শিক্ষকের চাকরি বাতিল করতে হবে মধ্যশিক্ষা পর্ষদকে। বুধবার ফের এই মামলার শুনানি রয়েছে।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে থেকে সরে যাওয়ার পর সোমবার নতুন বেঞ্চে ওঠে এসএসসি মামলা। সেখানেই বেআইনি নিয়োগের অভিযোগে সিদ্দিকের চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হল।
একাদশ-দ্বাদশ শ্রেণিতে বেআইনি ভাবে চাকরি দেওয়ার অভিযোগ ওঠে মন্ত্রী-কন্যা অঙ্কিতার বিরুদ্ধে। মামলাকারী ববিতা সরকারের থেকে কম নম্বর পেয়েও তিনি চাকরি পান।