জেলা 

নারী সুরক্ষা ও স্বাধীনতা আন্দোলনে ব্রতী হল মহিলা স্বরাজ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলী ব্লকে মহিলা স্বরাজের উদ্যোগে স্থানীয় মহিলাদের সঙ্গে আনুষ্ঠানিক ভাবে আলোচনায় বসলেন ব্লক মহিলা স্বরাজ নেতৃত্ব। উঠে এলো মেয়েবেলার রোজনামচা। গার্হস্থ্য হিংসা থেকে শুরু করে নানাবিধ লিঙ্গবৈষম্যে জর্জরিত কাহিনী তারা তুলে ধরল মহিলা স্বরাজের কাছে। মূল অভিযোগ শিশু বিবাহ ও নারী ও শিশু পাচার। *দিদির রাজ্যে এই কি তাহলে বোনেদের হাল!*

এ প্রসঙ্গে রাজ্য নেতৃত্ব প্রবীর মিশ্র বলেন “গোটা সুন্দরবন জুড়ে জীবন-জীবিকার নানান অর্থনৈতিক সমস্যার কারণে নাবালিকা বিবাহ, মানব পাচার ও বধূ নির্যাতনের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। মহিলা স্বরাজের প্রয়াসে গ্রাম, ব্লক, জেলা ও রাজ্যব্যাপী সার্বিক জনসচেতনতা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

Advertisement

মহিলা স্বরাজ রাজ্য সভাপতি সুফিয়া খাতুন বলেন “কুলতলী অঞ্চলে ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সকল নারীর স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকারের লড়াইয়ে মাঠে নেমেছে মহিলা স্বরাজ।আগামীতে লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক সচেতনতামূলক কর্মসূচী ও বড় আন্দোলনের পথেই মহিলা স্বরাজের যাত্রা।”

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ