কলকাতা 

ফ্যাসিস্ট বিজেপি-র বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক জিগনেশের, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর বললেন, সংবিধান বাঁচাতে ও গণতন্ত্র বাঁচাতে চাইলে বিজেপি-র বিরুদ্ধে এক হতে হবে

শেয়ার করুন
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : ২০১৯-এ ফ্যাসিস্ট  বিজেপি-র বিরুদ্ধে সবাইকে একজোট হতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর একথা বললেন গুজরাতের বিধায়ক জিগনেশ মেওয়ানি। তিনি বলেন, যাঁরা ভারতীয় সংবিধানকে বাঁচাতে চান, গণতন্ত্রকে বাঁচাতে চান তাঁদের এগিয়ে আসতে হবে।

গুজরাতে দলিতদের উপর অত্যাচার চলছে বলে অভিযোগ করেন জিগনেশ। তাঁর অভিযোগ, বেছে বেছে দলিতদের বিরুদ্ধে মিথ্যা  মামলা দেওয়া হচ্ছে। আদিবাসী গ্রামগুলোতে উন্নয়নের টাকাও দেওয়া হচ্ছে  ২০১৯ লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে কি জোট করে লড়বেন ? তাঁর বক্তব্য, ২০১৯-এ ফ্যাসিস্ট বিজেপি-র  বিরুদ্ধে সবাইকে একজোট হতে হবে।

Advertisement

এটাই একমাত্র অ্যাজেন্ডা হওয়া উচিত। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বিষয়গুলি নিয়েই আলোচনা করতে এসেছিলেন তিনি। এদিকে দীর্ঘদিন ধরেই গুজরাতের বিজেপি সরকারের বিরুদ্ধে দলিতদের একজোট করে চলেছেন মেওয়ানি।

 

 


শেয়ার করুন
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eighteen + nine =