দেশ 

Uttar Pradesh : উত্তর প্রদেশের বৈদ্যুতিন যন্ত্রাংশ তৈরির কারখানায় ভয়াবহ আগুন অন্তত ৮ শ্রমিকের মৃত্যু, শোক প্রকাশ যোগীর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক:  শনিবার বিকেলে উত্তর প্রদেশের বৈদ্যুতিন যন্ত্রাংশ তৈরির কারখানায় হঠাৎই আগুন ধরে যায়। বিস্ফোরণও ঘটে। দুর্ঘটনার জেরে অন্তত ৮ শ্রমিকের মৃত্যু হয়েছে। আরও কয়েকজন কারখানার ভিতরে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

এদিন, বিকেলে হাপুর জেলার ঢোলানা এলাকার একটি কারখানায় আগুন ধরে যায়। বিস্ফোরণ ঘটে। তবে কীভাবে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। এদিকে বিস্ফোরণের খবর পেয়ে দমকলবাহিনী এবং পুলিশ ছুটে আসে ঘটনাস্থলে। খবর প্রকাশ হওয়া পর্যন্ত উদ্ধারকার্য চলছে। কারখানার ভিতরে আটকে থাকা সকলকে উদ্ধারের চেষ্টা চলছে।

Advertisement

এ প্রসঙ্গে হাপুরের আই জি প্রবীণ কুমার জানান, “হাপুরে বৈদ্যুতিন যন্ত্রাদি তৈরির কারখানায় বিস্ফোরণ ঘটে। মৃত্যু হয়েছে ৮ জনের। জখম আরও ১৫ জন। তাঁদের চিকিৎসা চলছে। তদন্ত শুরু হয়েছে। যারা এই ঘটনার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ