কলকাতা 

Madhyamik Result 2022: মাধ্যমিকে প্রথম দশে এবার রাজ্যে মোট ১১৪ জন। ফল প্রকাশ করলেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নায়ীমুল হকের প্রতিবেদন : দু’বছর ধরে কোভিডের অস্বাভাবিক পরিস্থিতি এবং গত বছর মাধ্যমিক পরীক্ষা না হতে পারার পর এবছর মাধ্যমিকের পরীক্ষা অফলাইনে অনুষ্ঠিত হয়। পরীক্ষায় বসেছিল ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ ছাত্র-ছাত্রী। পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি অধ্যাপক কল্যাণময় গঙ্গোপাধ্যায়। ঠিক ৭৯ দিনের মাথায় এই ফল প্রকাশ বলে জানান তিনি। এবছর পরীক্ষা শুরু হয়েছিল ৭ মার্চ এবং শেষ হয়েছিল ১৬ মার্চ। তিনি আরো জানান এবারের পরীক্ষার পিপিএস এবং পিপিআর অনলাইনে করা যাবে। 15 দিনের মধ্যে করে ফেলতে হবে এবং তা অবশ্যই করতে হবে স্কুলের মাধ্যমে। অনলাইনে পিপিএস এবং পিপিআর করার ফলে ফলাফল প্রকাশও দ্রুত করা যাবে বলে তিনি জানান।

পর্ষদ সভাপতি আজ সকাল ন’টায় মেধাতালিকা প্রকাশ করে বলেন প্রথম দশে স্থান পেয়েছে ১১৪ জন। প্রথম হয়েছে যুগ্মভাবে দুজন। বাঁকুড়ার অর্ণব ঘড়াই এবং বর্ধমানের রৌনক মন্ডল। ৬৯৩ নম্বর পেয়ে প্রথম হয়েছে তারা। অর্ণব ঘড়াই বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র এবং বর্ধমান সিএমএস স্কুলের ছাত্র রৌনক মন্ডল।

Advertisement

দ্বিতীয় হয়েছে মালদার গাজোলের কৌশিক সরকার ও মেদিনীপুরের ঘাটাল থেকে আর এক কৃতী ছাত্র রৌণক মন্ডল।

তৃতীয় হয়েছে পশ্চিম বর্ধমানের অনন্যা দাশগুপ্ত এবং পূর্ব মেদিনীপুরের দেবশিখা প্রধান। তাদের প্রাপ্ত নম্বর ৬৯১।

চতুর্থ হয়েছে যুগ্মভাবে চারজন – অভিষেক দত্ত, সাগ্নিক কুমার দে, শ্রুতর্ষি ত্রিপাঠী এবং অভীক দাস। তাদের প্রাপ্ত নম্বর ৬৯০।

পঞ্চম স্থানে আছে ১১ জন। ধ্রুবজিত সাহা, আরমান ইশতিয়াক আলী, জেনিফার রানা, পৌলমী বেরা, শুভ্রা দত্ত, সম্রাট মন্ডল, সামিয়া ইয়াসমিন, সৌহার্দ্য সিনহা, আর্জিনি সাহা, অনিন্দ্য সাহা। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৯।

মেধা তালিকায় ষষ্ঠ স্থানে আছে ৬ জন সপ্তম স্থানে আছে ১০ জন অষ্টম স্থানে আছে ২২ জন নবম স্থানে আছে ১৫ জন দশম স্থানে আছে ৪০ জন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ