দেশ 

নারোদা পাটিয়া মামলায় বেকসুর খালাস বিজেপি নেত্রী মায়া কোদনানি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিজে নিউজ ডেস্কঃ মক্কা মসজিদে বিস্ফোরণের ঘটনায় অন্যতম অভিযুক্ত স্বামী অসীমানন্দকে কিছুদিন আগেই  বেকসুর খালাস দিয়েছে হায়দরাবাদের জাতীয় তদন্তকারী সংস্থার বিশেষ আদালত। এবার বিজেপি নেত্রী মায়া কোদনানির সাজা মকুব করে বেকসুর খালাস দিল গুজরাটের উচ্চ আদালত। গুজরাতের নারোদা পাটিয়া দাঙ্গা মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন তিনি। অন্যদিকে একই ঘটনায় অন্য অভিযুক্ত বজরং দলের নেতা বাবু বজরঙ্গীর সাজা বহাল রাখলেও বাকি অভিযুক্ত গণপত ও হরেশ ছড়াকেও আদালত বেকসুর খালাস করেছে।

২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গোধরা কাণ্ডে ট্রেনে আগুন লাগানো হয়। তার ঠিক একদিন পরেই রাজ্যজুড়ে বনধের ডাক দেয় বিশ্ব হিন্দু পরিষদ। ওই দিনই নারোদা পাটিয়া এলাকায় একটি জমায়েত থেকে উত্তেজনা ছড়ায়। ঘটনায় ৯৭ জনের মৃত্যু হয়। আহত হয় আরও ৩৩ জন। সেদিনকার ঘটনায় ৬১ জনের বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়। তালিকায় ছিলেন তৎকালীন গুজরাটের মন্ত্রী ও নারোদার বিজেপি বিধায়ক মায়া কোদনানি, বিশ্ব হিন্দু পরিষদ নেতা বাবু বজরঙ্গী।

Advertisement

ঘটনার দিন কয়েকের মধ্যে অভিযুক্ত ৪৬ জনকে গ্রেফতার করে গুজরাট পুলিশ। পরে আরও ২৪ জনকে গ্রেফতার করা হয়। ২০০৯ সালে নিম্ন আদালতে মামলার প্রথম শুনানি হয়। পরে  ২০১২ সালে অভিযুক্তদের কাউকে ২৮, কাউকে ২১,  কাউকে ১৪ বছর কিংবা কাউকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেন বিচারক। নিম্ন আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে গুজরাটের উচ্চ আদালতে মামলা দায়ের করেছিল সাজাপ্রাপ্তদের। সেই মামলার রায় ঘোষণা হয় আজ। সাজাপ্রাপ্তদের মধ্যে অন্যতম বিজেপি নেত্রী মায়া কোদনানিকে বেকসুর খালাস করে দেয় আদালত।

এদিকে পর পর দুই ঘটনায় অন্যতম অভিযুক্তদের যেভাবে বেকসুর খালাস দেওয়া হয়েছে,তার নিন্দায় সরব হয়েছেন মানবাধিকার কর্মীরা। বিচার ব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে অভিযোগ করছেন তাঁরা। এপ্রসঙ্গে মানবাধিকার কর্মী সুজাত ভদ্র বলেন, ‘ মক্কা মসজিদ মামলায় অন্যতম অভিযুক্ত স্বামী অসীমানন্দকে খালাস করার জন্য ২০১৪ সালের পর যেভাবে সাক্ষ্মী বদল করা হয়েছে, তা এক কথায় নজিরবিহীন। এছাড়া সুপ্রিম কোর্টে বিচারপতি লোয়ার মামলা কিংবা নারোদা পাটিয়া মামলায় যেভাবে বিচারপতিদের প্রভাবিত করা হচ্ছে, তাতে বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে। যা বিচার ব্যবস্থার পক্ষে বিপজ্জনক।’

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

One Thought to “নারোদা পাটিয়া মামলায় বেকসুর খালাস বিজেপি নেত্রী মায়া কোদনানি”

  1. Sk Abdul Mannam

    বাংলার জনরব পোর্টালে প্রকাশিত
    আজকের(20.04.18) প্রতিটি সংবাদ আমজনতার জন্য ভীষণ উপযোগী। পোর্টালটি সব পাঠকের বিবেককে ভাবিত করবে।বেশি করে পোর্টালটি like করুন।বেড়ে উঠতে সাহায্য করুন।

Leave a Reply to Sk Abdul Mannam Cancel reply

14 − 11 =