জেলা 

ডায়মন্ডহারবারের মরুইবেরিয়ার পার্শ্ববর্তী মাঠে আইএসএফের কর্ণধার আব্বাস সিদ্দিকীর সভায় জনজোয়ার, আনিস খান সহ একাধিক ইস্যুতে কেন্দ্র ও রাজ্য সরকারকে কটাক্ষ ভাইজানের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ আবদুল আজিম : সামনে পঞ্চায়েত নির্বাচন এখন থেকে প্রত্যেক দল তাদের দল এবং সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে মাঠে নেমে পড়েছে।সম্প্রীতি সকল প্রকার আসা প্রত্যাশার মধ্যেও আজ ডায়মন্ড হারবার ১নম্বর ব্লকের অন্তর্গত বাসুল ডাঙ্গা অঞ্চলে মরুইবেরিয়া গ্রাম পার্শ্ববর্তী মাঠে আই.এস.এফ (ISF)এর কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী (পশ্চিম বাংলায় ভাইজান নামে খ্যাত) এক ধর্মীয় সভায় আসেন। জানা যায় মরুইবেরিয়া সকল আইএসএফ কর্মী সমর্থক তথা বিশেষ করে মহিলা সমর্থনের উদ্যোগে হয়।

সকল কর্মীদের মধ্যে মেলবন্ধন ঘটাতে আয়োজন করা হয়েছিলো এই অনুষ্ঠানটি।পাশাপাশি ডায়মন্ড হারবার এর বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের বর্তমান কর্মী’রা আজকের এই অনুষ্ঠানে জৈষ্ঠ্য মসের রোদ অপেক্ষা করে অংশগ্রহন করেন। বিশেষ করে এই অনুষ্ঠানে পুরুষ মানুষের পাশাপাশি মহিলাদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো।আজকের এই সভা থেকে ধর্মীয় কথা আলোচনার পাশাপাশি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকার ও কেন্দ্রের শাসক দল বিজেপিকে বিভিন্ন ইস্যু নিয়ে তীব্র ভাষায় কটাক্ষ করে।

Advertisement

পীরজাদা আব্বাস সিদ্দিকী ডিজেল-পেট্রোল-কেরোসিন তেল-সর্ষের তেল-জ্বালানি গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যে ও জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি থেকে শুরু করে নারী নির্যাতন-নারী ধর্ষণ ও ব্যাঙ্ক-বীমা-রেল ইত্যাদি বেসরকারী করণের প্রতিবাদ করেন। বিশেষ করে রাজ্যের দুয়ারে মদ, এর বিরুদ্ধে সোচ্ছার হয়। এবং আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনিস খানের খুনিদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি সহ একাধিক বর্তমান জ্বলন্ত বিষয় নিয়ে সোচ্চার হয় এই ধর্মীয় সভা থেকে। সামনে নির্বচন প্রসঙ্গে বলেন অন্য কোন দলের সঙ্গে জোট না হলে একা লড়ার ইঙ্গিত দিয়ে যায়। সভার শেষে ধর্মীয় নীতি অনুসরণ করে দুয়া ও কিয়ামের মাধ্যমে সমাপ্ত করে সকল আই এস এফ কর্মী সমর্থকদের শান্ত থাকার বার্তা দিয়ে যায়।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ