জেলা 

সিবিআই তদন্তের ঘোষণা না হওয়া পর্যন্ত দাড়িভিট বিদ্যালয় খুলতে দেবেন না, দাবি নিহত দুই ছাত্রের মায়ের, গ্রামের মহিলাদের নিয়ে বেনজীর বিক্ষোভ স্কুল গেটে

শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

জামিতুল ইসলাম :  ছেলের মৃত্যুতে সিবিআই তদন্ত চেয়ে গ্রামের মহিলাদের নিয়ে স্কুলের গেটে বসে বিক্ষোভ দেখালেন নিহত দুই ছাত্রের মা। তাঁদের দাবী যতদিন পর্যন্ত তাপস ও রাজেসের মৃত্যুতে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হবে না ততদিন বিদ্যালয় বন্ধ থাকবে বলে জানিয়েছেন ওই মৃত দুই ছাত্রের মা। আজ রাজেশের মা ঝর্না সরকার জানিয়েছেন, সিবিআই তদন্ত না দেওয়া পর্যন্ত তারা দাড়িভিট বিদ্যালয় খুলতে দেবেন না ।
সোমবার বিদ্যালয়ে পঠন-পাঠন পুনরায়  চালু করা নিয়ে অভিভাবকদের একটি মিটিং ডাকা হয় দাড়িভিট স্কুলে। জেলা বিদ্যালয় পরিদর্শকের নির্দেশে ওই বৈঠক ডাকা হয় বলে জানিয়েছেন পরিচালন কমিটির এক সদস্য। গতকাল সেই মিটিং এর কথা মাইকে প্রচার করা হয়। আজ সকাল থেকে গ্রামের মহিলাদের নিয়ে নিহত ছাত্র তাপস বর্মনের মা গ্রামের মহিলাদের নিয়ে স্কুলের গেটে অবরোধ বিক্ষোভ শুরু করে। বিদ্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও পরিচালন কমিটির সদসদের। এরপর তারা মাঠেই বসে থাকেন। ওই বৈঠকে জেলা বিদ্যালয় পরিদর্শকের আসার কথা থাকলেও তিনি আসেননি বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর গুলিতে মৃত্যু হয়েছিল বিদ্যালয়ের প্রাক্তন দুই ছাত্র তাপস বর্মন ও রাজেশ সরকারের। তোলপাড় শুরু হয় রাজ্য জুড়ে। এই ঘটনার তদন্ত করছে সিআইডি। কিন্তু মৃত ছাত্রদের পরিবার ও গ্রামের মানুষের মানুষ দাবি তুলেছেন ঘটনার সিবিআই তদন্তের।


শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eight + seventeen =